বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বগুড়ায় বিএনপি নেতা জানে আলম খোকাকে দল থেকে বহিষ্কার

বগুড়ায় বিএনপি নেতা জানে আলম খোকাকে দল থেকে বহিষ্কার

দলের সিদ্ধান্তের বাইরে যেয়ে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট করাসহ দলীয় শৃংঙ্খলা ভঙ্গের কারণে বগুড়ার শেরপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জানে আলম খোকাকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার রাতে সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর স্বাক্ষরিত এক চিঠিতে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এড. সাইফুল ইসলাম। 

বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং বগুড়া জেলা বিএনপির আহ্বায়ককে চিঠির অনুলিপি প্রেরণ করা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, জানে আলম খোকা দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগের প্রমাণ মিলেছে। ফলে গঠনতন্ত্র ৫ (গ) ধারা অনুযায়ী দলের প্রাথমিক পদসহ সকল পদ থেকে তাকে বহিষ্কার করা হলো।

বগুড়া জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এড. সাইফুল ইসলাম বলেন, জানে আলম খোকা দলীয় শৃংঙ্খলা ভঙ্গের কারণে মঙ্গলবার রাতে বহিষ্কারাদেশ দিয়েছে।

দৈনিক বগুড়া