বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বগুড়ায় বিভাগীয় বনকর্মকর্তার দুপচাঁচিয়া ও কাহালু বনবিভাগ পরিদর্শন

বগুড়ায় বিভাগীয় বনকর্মকর্তার দুপচাঁচিয়া ও কাহালু বনবিভাগ পরিদর্শন

সামাজিক বনবিভাগ বগুড়ার বিভাগীয় বন কর্মকর্তা ড. মুহা. আব্দুল আউয়াল ২২আগস্ট শনিবার কাহালু উপজেলা সামাজিক বনায়ন নার্সারী ও দুপচাঁচিয়া সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্র ও কেন্দ্রের অধীন সৃজিত বিভিন্ন বাগান পরিদর্শন করেছেন।

এদিন তিনি কাহালুর আখুনজা হতে নারকেলী পর্যন্ত ৩কি.মি ও দুপচাঁচিয়া সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষন কেন্দ্রের অধীন তালোড়া বহিঃ সিগনাল হতে আলতাফনগর পর্যন্ত ২কিমি. এবং চৌমুহনী হতে আলতাফনগর পর্যন্ত ৫কি.মি. সংযোগ সড়ক বাগান পরিদর্শন করেন।

এছাড়াও তিনি এদিন দুপচাঁচিয়া সামাজিয়ক বনায়ন নার্সারী ও প্রশিক্ষন কেন্দ্রের চারা উত্তোলনের কার্যক্রম প্রত্যক্ষ করেন এবং বিভিন্ন উন্নত জাতের আম গাছের চারা রোপন করেন।

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন দুপচাঁচিয়া সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আক্তারুজ্জামান, কাহালু উপজেলা সামাজিক বনায়ন নার্সারীর ভারপ্রাপ্ত কর্মকর্তা সামছুল আলম, বগুড়া সদর ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন প্রমুখ।

দৈনিক বগুড়া