বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বগুড়ায় বিশেষ অভিযানে ফেন্সিডিলসহ আটক ২ জন

বগুড়ায় বিশেষ অভিযানে ফেন্সিডিলসহ আটক ২ জন

বগুড়ার আদমদীঘিতে ৯২ বোতল ফেন্সিডিলসহ দুই ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার সন্ধ্য্যয় উপজেলার বগুড়া-নওগাঁ মহাসড়কে  একটি যাত্রীবাহী বাস থেকে তাদের আটক করা হয়।

আটক হওয়া ওই দুই জন হলো- চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে উপজেলার বাটাগ্রামের হাফিজুর ইসলাম গেদুর ছেলে আমের আলী (২৬) ও একই গ্রামের এনামুল হকের ছেলে জসিম আলী (২৫)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর আদমদীঘির সান্তাহার সার্কেলের পরিদর্শক খন্দকার নাজিম উদ্দিন জানান, মঙ্গলবার বিকেলে নওগাঁ থেকে বাসযোগে বিপুল ফেন্সিডিলের চালান বগুড়ার উদ্দেশ্যে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে আদমদীঘি বগুড়া-নওগাঁ মহাসড়কে বাসে তল্লাশি অভিযান চালানো হয়। পরে সন্ধ্যায় বগুড়াগামী নওগাঁ-জ-১১-০০০৪ নম্বর বাসে তল্লাশি করে একটি ট্র্যাভেল ব্যাগ তল্লাশি করে ৯২ বোতল ফেনসিডিল পাওয়া যায়। এসময় জসিম আলী ও আমের আলীকে আটক করা হয়। 

তিনি আরো জানান, এই ঘটনায় আদমদীঘি থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

দৈনিক বগুড়া