বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বগুড়ায় ভোট দিয়েছেন ৯০ বছর বয়সী আছিয়া

বগুড়ায় ভোট দিয়েছেন ৯০ বছর বয়সী আছিয়া

আজ রোববার ৫ম ধাপের বগুড়া পৌরসভার নির্বাচনে ৯০ বছর বয়সী বৃদ্ধা কেন্দ্রে এসে ভোট দিয়েছেন। দেহের ভারে ন্যুব্জকে উপেক্ষা করে রহমাননগরের বাসিন্দা ঠনঠনিয়ার  নুরুন আলা নূর সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ভোট দেন।

উৎসবমুখর পরিবেশে সকাল ৮ টা থেকে বিরতিহীনভাবে প্রতিটি কেন্দ্রে সুশৃঙ্খলভাবে লাইনে দাড়িয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন ভোটাররা। এ পর্যন্ত কোন কেন্দ্রেই অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সহকারী প্রিজাইডিং অফিসার ইয়াছিন আলী জানান, ১০ নং ওয়ার্ডে মোট ভোটার ৭ হাজার ১০০জন। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটে পৌণে ২ ঘন্টায় পুরুষদের ভোট প্রদানের হার ১৩ দশমিক ১৩ শতাংশ এবং নারী ভোটারদের ৯  দশমিক ৪ শতাংশ। যদিও নারীদের উপস্থিতি বেশি কিন্তু ভোট প্রদানে নানা জটিলতায় সময় বেশি লাগছে।

দৈনিক বগুড়া