বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বগুড়ায় মাদকবিরোধী অভিযানে আটক ৬

বগুড়ায় মাদকবিরোধী অভিযানে আটক ৬

বগুড়ায় বিশেষ অভিযানে ৫০ বোতল ফেনসিডিল, ৫০ পিস ইয়াবাসহ ছয় মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা। এ সময় মাদক বহনকারী সৌমিক পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস জব্দ করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল পোনে ৪টার দিকে বগুড়া ডিবি কার্যালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

আটকরা হলেন- পাবনা জেলার আমিনপুর উপজেলার হরিনাথপুর গ্রামের মৃত এসকেন শেখের ছেলে মোঃ বাবলু শেখ (৫৫), বসন্তপুর গ্রামের মোঃ ওয়াজেদ আলী মুন্সির ছেলে মোঃ কাইয়ুম শেখ (৩০), মোঃ দুলাল সরদারের ছেলে মোঃ বকুল সরকার (৪০), মৃত ওসমান শেখের ছেলে মোঃ বেল্লাল শেখ (৩৩), সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার বড় পাঙ্গাসী গ্রামের মৃত ছাবের আলীর ছেলে মোঃ আব্দুস সালাম (৪১), বগুড়া জেলার সোনাতলা উপজেলার ছাতিয়ানতলা দক্ষিণপাড়া এলাকার মোঃ আবু বক্কর সিদ্দিকের ছেলে মোঃ শফিক মিয়া (৩০)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধায় বগুড়া সদর উপজেলার চারমাথা ভবের বাজার আন্তঃজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সামনে চেকপোষ্ট বসিয়ে দিনাজপুরের হিলি-হাকিমপুর হইতে বগুড়া হয়ে পাবনাগামী সৌমিক পরিবহন (পাবনা ব-১১-০১৭২) নামে একিট যাত্রীবাহী বাস তল্লাশী চালিয়ে ছাদের অংশে ব্যাংকারের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা রাখা ৫০ (পঞ্চাশ) বোতল ফেনসিডিলসহ ড্রাইভার মোঃ বাবলু শেখ, সুপারভাইজার মোঃ কাইয়ুম শেখ, হেলপার মোঃ বকুল সরকার, হেলপার মোঃ বেল্লাল শেখ, হেলপার মোঃ আব্দুস সালামকে আটক করা হয়। সেই সাথে বাসটিকে জব্দ করা হয়।

অন্যদিকে ডিবির একটি দল শনিবার বিকেল ৪টার দিকে বগুড়া জেলার সোনাতলা উপজেলার তেকানি চুকাইনগর ইউনিয়নের অন্তর্গত মহেষপাড়া চারমাথায় অভিযান চালিয়ে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবাসহ মোঃ শফিক মিয়াকে আটক করে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলী  জানান, আটক হওয়া ছয়জনের বিরুদ্ধে বগুড়া সদর ও সোনাতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে রোববার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

দৈনিক বগুড়া

সর্বশেষ: