বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বগুড়ায় সাজাপ্রাপ্ত পলাতক নারী আসামী হিলিতে গ্রেপ্তার

বগুড়ায় সাজাপ্রাপ্ত পলাতক নারী আসামী হিলিতে গ্রেপ্তার

বগুড়া ডিবির বিশেষ ক্ষমতা আইন মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আয়শা বেগম (৫৫) কে আদমদীঘি থানা পুলিশ গ্রেপ্তার করেছে।

সে দমদমা গ্রামের আমজাদ হোসেনের স্ত্রী। তাকে তালাক দিয়ে বর্তমানে আদমদীঘির তালশন গ্রামের শাফির স্ত্রী হিসাবে হিলিতে ছিল। গত ১৬ নভেম্বর সোমবার সন্ধ্যায় দিনাজপুরের হিলি সীমান্ত এলাকার মধ্য বাসুদেববপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তবে আয়শা বেগম তার তালাক দেয়া স্বামী দমদমা গ্রামের আমজাদ হোসেনের নাম ব্যবহার করে আত্মগোপনে ছিল।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন জানান, আয়শা বেগমের বিরুদ্ধে ২০১৩ সালে বগুড়া ডিবি পুলিশ তার নিকট থেকে বিপুল ফেনসিলি উদ্ধার করে তার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন।

ওই মামলায় ২০১৭ সালে বগুড়ার বগুড়ার যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক আয়শা বেগমকে এক বছর সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদন্ডের আদেশ দেন।

সে পুলিশের নিকট বর্তমান স্বামী শাফির নাম ব্যবহার না করে তালাক দেয়া স্বামীর নাম ব্যবহার করে আত্মগোপনে ছিল। তার বিরুদ্ধে সান্তাহার জিআরপি থানাসহ কয়েকটি থানায় বেশ কয়েকটি মাদক মামলা রয়েছে।

অবশেষে গত সোমবার সন্ধ্যায় সাজাপ্রাপ্ত আসামী আয়শা বেগমকে হিলি থেকে গ্রেপ্তার করে মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে।

দৈনিক বগুড়া

সর্বশেষ:

শিরোনাম:

এবার উত্তরবঙ্গের মহাসড়কে ঈদযাত্রা হবে স্বস্তির!
বগুড়ায় পানি নিষ্কাশনে ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন
বগুড়ায় দাম কমেছে পেঁয়াজ ও কাঁচা মরিচের
বগুড়ার বিখ্যাত সাদা সেমাই তৈরিতে ব্যস্ত কারিগর
স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের বৈঠক
চীনের সঙ্গে রাজনৈতিক-অফিসিয়াল যোগাযোগ বাড়াতে প্রস্তুত বাংলাদেশ
ভারতের কাছে পাঁচটি খাদ্যপণ্যের নিশ্চিত সরবরাহ চায় বাংলাদেশ
এপ্রিলে বাংলাদেশে আসছেন কাতারের আমির
ঈদে ট্রেন যাত্রার পঞ্চম দিনের টিকিট বিক্রি শুরু
গাবতলীতে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
সারিয়াকান্দিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা পালিত
শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি শুরু