মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বগুড়ায় সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, ওষুধ ও ত্রাণ বিতরণ

বগুড়ায় সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, ওষুধ ও ত্রাণ বিতরণ

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় গরীব-দুঃস্থ ও ছিন্নমূল মানুষদের বিনামূল্যে  চিকিৎসা সেবা, ওষুধ ও ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

রোববার দিনব্যাপি উপজেলার গুনাহার ইউনিয়নের মেডিকেল ক্যাম্পটি অনুষ্ঠিত হয়।  ১১ পদাতিক ডিভিশন ১১ এসপিরেজেমেন্ট আর্টিলারি ইউনিয়নের সার্বিক ব্যবস্থাপনায় ২১ফিল্ড এ্যাম্বুলেন্সের আয়োজনে  এ ক্যাম্পটি করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ১১১ পদাতিক ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এম খায়ের উদ্দিন,  এএফডব্লিউসি, পিএসসি এবং এসপিরেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর আহমেদ। 

মেডিকেল টিমের নেতৃত্ব দেন ২১ ফিল্ড এ্যাম্বুলেন্সের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তহমিনা আক্তার।

অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্পে ২৫০ জনকে চিকিৎসাসেবা দেওয়া হয়। এছাড়াও তাদেরকে ত্রাণ হিসেবে চাল, আটা, তেল চিনিসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী দেয়া হয়েছে।

দৈনিক বগুড়া