বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বগুড়ায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

বগুড়ায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

বগুড়ায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে শনিবার সকালে বগুড়া পৌরসভায় এ টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলঅ প্রশাসক জিয়াউল হক।  

এসময় উপস্থিত ছিলেন বগুড়া পৌর মেয়র এ্যাড এ কে এম মাহবুবর রহমান, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সামির হোসেন মিশু  মোহাম্মদ আলী হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ নুরুজ্জামান, পৌর কাউন্সিলর তরুন কুমার চক্রবর্তী, পৌর কাউন্সিলর আব্দুর রহিম, পৌর কাউন্সিলর আরিফুর রহমান,  বগুড়া পৌরসভার নিবাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল, স্যানেটারী ইন্সপেন্টর শাহ আলী, মেডিকেল টেকনোলজিষ্ট(ইপিআই) রোকেয়া প্রমুখ।

বগুড়া জেলায় ১৯ডিসেম্বর থেকে আগামী ৩১জানুয়ারি ২০২১ পর্যন্ত  ৬ সপ্তাহব্যাপী এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। ৯মাস বয়স থেকে শুরু করে ১০বছরের কম বয়সী ৬৯২৪০০ শিশুদের জেলার সকল টিকাদান কেন্দ্রে এ টিকা প্রদান করা হবে।

দৈনিক বগুড়া