শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বগুড়ায় ৬০ বস্তা পচা খেজুর জব্দ, ২০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ৬০ বস্তা পচা খেজুর জব্দ, ২০ হাজার টাকা জরিমানা

বগুড়ার কাহালু উপজেলার নিউ আফরিন কোল্ড স্টোরেজে অভিযান চালিয়ে ৬০ বস্তা পচা খেজুর জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ টি এম কামরুল ইসলাম।

জানা যায়, বগুড়া শহরের বিভিন্ন ফলের আড়তে মেয়াদোত্তীর্ণ খেজুর মজুদ করে পাইকারি ও খুচরা বিক্রি হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে দুপুরে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল।

পরে কাহালু উপজেলার মুরইল এলাকায় নিউ আফরিন কোল্ড স্টোরেজে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ৬০ বস্তা খেজুর জব্দসহ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। পরে জব্দ করা পচা খেজুরগুলো জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে করতোয়া নদীর পাড়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে আরও উপস্থিত ছিলেন র‌্যাব-১২ বগুড়ার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি রওশন আলীসহ র‌্যাব সদস্যরা।

দৈনিক বগুড়া