শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাঁচা-মরার লড়াইয়ে টিকল রাজশাহী, বিদায় সিলেট

বাঁচা-মরার লড়াইয়ে টিকল রাজশাহী, বিদায় সিলেট

 

বিপিএলে টিকে থাকার লড়াইয়ে সেই একই প্রতিদ্বন্দ্বি রাজশাহী কিংস। যার সঙ্গেই চট্টগ্রাম পর্বের শুরুটা করেছিল সিলেট সিক্সার্স। বুধবার শেষ ম্যাচে আবারো সেই রাজশাহীরই মুখোমুখি তারা। কিন্তু দৃশ্যপটটাই কেবল ভিন্ন। প্রথম ম্যাচে ৭৬ রানের বড় ব্যবধানে রাজশাহীকে উড়িয়ে দিলেও, পরের ম্যাচে তা কড়ায়-গণ্ডায় বুঝিয়ে দিল মেহেদি হাসান মিরাজের রাজশাহী কিংস।

হিসাব কষে দেখা গেল, টুর্নামেন্টে টিকে থাকতে হলে দুই দলের জন্যই একটিই পথ ছিল। সেটি হল বাকি থাকা সব ম্যাচে জয় নিশ্চিত করা। সিলেটের হাতে এর পরে একটি ম্যাচ বাকি থাকলেও, নিজেদের শেষ ম্যাচটি খেলতে নেমেছিল রাজশাহী। এতে সিলেট সিক্সার্সকে ৫ উইকেটে হারিয়ে নিজেদের কাজটিও শেষ করে রাখল তারা।

ফলে এখন রাজশাহীর প্লে-অফ খেলার ভাগ্য ঝুলে আছে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটসের দিকে। এতে করে ঢাকা শেষ দুই ম্যাচে হেরে গেলে সরাসরি শেষ চারে চলে যাবে রাজশাহী। আর দুইটি ম্যাচেই ঢাকা জিতে গেলে বাদ পড়ে যাবে রাজশাহী। অন্যথায় সামনে চলে আসবে নেট রানরেটের হিসেব। অন্যদিকে খুলনা টাইটানসের পর টুর্নামেন্টের দ্বিতীয় দল হিসেবে বাদ পড়ে গিয়েছে সিলেট সিক্সার্স।

আজকের ম্যাচটিতে টস জিতে প্রথমেই ব্যাট করে অলক কাপালির সিলেট সিক্সার্স। এতে রাজশাহীর শিবিরে ১৮৯ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দেয় তারা। ফলে রাজশাহী নামার পর মনেই হচ্ছিল, হয়তো আগের ম্যাচের মতো আরেকটি জয় পেতে যাচ্ছে সিলেট সিক্সার্স।

বিশাল রানের পর্বত জয় করতে মাঠে নেমে শুরুটা ভালোও হয়নি রাজশাহীর। তবে চতুর্থ উইকেট জুটিতে সবকিছু বদলে দেন লরি ইভানস এবং রায়ান টেন ডেসকাট। হাত থেকে ছিটকে যেতে থাকা ম্যাচে দুজন মিলে মাত্র ৪৫ বলে গড়েন ১০৯ রানের বিধ্বংসী জুটি। ইভানস ৩৬ বলে ৭৬ এবং ডেসকাট ১৮ বলে ৪২ রানের ঝড় তুললে পাক্কা ২ ওভার হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় রাজশাহী।

এর আগে ইনিংসের দ্বিতীয় ওভারেই সাজঘরের দিকে পা বাড়ান ওপেনার জাকির হাসান। তবে অন্য প্রান্তে সাবলীল ব্যাটিং করতে থাকেন ক্যারিবিয়ান জনসন চার্লস। যে কারণে তিনে নামা শাহরিয়ার নাফিস ব্যাটে-বলে ঠিকঠাক করতে না পারলেও রানরেটটা কখনোই কমেনি রাজশাহী কিংসের।

এরপর সপ্তম ওভারের শেষ বলে সিলেটের অধিনায়ক কাপালির প্রথম শিকার হয়ে আউট হন নাফিস। মাত্র ১৩ বল খেলে তিনি করেন ৯ রান। নিজের পরের ওভারেই চার্লসকেও ফেরান কাপালি। আউট হওয়ার আগে ২৬ বলে ৭ চারের মারে ৩৯ রান করেন চার্লস। তার উইকেটটি যেন শাপেবর হয়ে আসে রাজশাহীর জন্য। কেননা তখন জুটি বাঁধেন লরি ইভানস এবং রায়ান টেন ডেসকাট। দুজন মিলে শুরু থেকেই বগল-ধাবা করতে থাকেন সিলেটের বোলারদের। এর পরেরটুকু ইতিহাস। একের পর এক বাউন্ডারি-ওভার বাউন্ডারিতে সমীকরণ ঘুরে যায় রাজশাহীর দিকে।

স্কোর বিশ্লেষণে দেখা যায়, শেষ পাঁচ ওভারে জয়ের জন্য রাজশাহীর যখন প্রয়োজন ৪১ রান, তখন মোহাম্মদ নওয়াজের করা ওভার থেকেই একাই ২৪ রান নেন লরি ইভানস। সে ওভার শেষেই মূলত নিশ্চিত হয়ে যায় রাজশাহীর জয়।

ডেসকাট ও ইভানস- কেউই ম্যাচ শেষ করে ফিরতে পারেননি। ১৭তম ওভারে আউট হন তারা। ১০ চার ও ২ ছক্কার মারে ৩৬ বল থেকে ৭৬ রান করেন ইভানস, ১৮ বলে ৪২ রান করার পথে তিনটি চারের সঙ্গে হাঁকান ২টি বিশাল ছক্কা। শেষদিকে ক্রিশ্চিয়ান জঙ্কার ৮ এবং সৌম্য সরকার ২ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে ফেরেন।

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই একটি করে চার-ছক্কা মেরে নিজেদের বড় সংগ্রহ গড়ার উদ্দেশ্য পরিস্কার করে দেন লিটন কুমার দাস। তবে সে ওভারের শেষ বলেই তাকে সাজঘরে পাঠিয়ে দেন আরাফাত সানি।

দ্বিতীয় উইকেটে জেসন রয়ের সঙ্গে জুটি বাঁধেন আফিফ। ইনিংসের পঞ্চম ওভারে আউট হওয়ার আগে ৮ বলে ১৩ রান করেন রয়। তৃতীয় উইকেটে বিধ্বংসী ব্যাটিং করেন আফিফ এবং সাব্বির। তবে খুব বেশি বাউন্ডারি নির্ভর হয়ে পড়ায় ৪৬ রানের জুটি গড়তে তাদের প্রয়োজন হয় ৪০ রান।

একই কারণে দুটি করে চার-ছক্কা হাঁকালেও ২৯ রান করতে ২৫ বল খরচ করেন আফিফ। চতুর্থ উইকেটে নিকলাস পুরানের সঙ্গে ৫৩ রানের জুটি গড়েন সাব্বির। ১৬তম ওভারে সাজঘরে ফেরার আগে ৪ চার ও ২ ছক্কার মারে ৩৯ বলে ৪৫ রান করেন সাব্বির।

শেষদিকে একাই ঝড় তোলেন নিকলাস পুরান। শেষ চার ওভারে তার ঝড়ো ব্যাটেই ৪৮ রান পায় সিলেট। মাত্র ২১ বলে পূরণ করেন নিজের ফিফটি। শেষপর্যন্ত ৬টি করে চার-ছক্কার মারে ৩১ বলে ৭৬ রান করে অপরাজিত ছিলেন পুরান।

দু'দলের জন্যই আজকের ম্যাচটি ছিল বাঁচা-মরার লড়াই। শেষ চারের বাকি তিন দল নিশ্চিত হয়ে যাওয়ায় বাকি এক দল হিসেবে কোয়ালিফায়ারে জায়গা পাওয়ার লড়াইয়ে নেমেছিল সিক্সার্স ও কিংস।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৩৮তম এই ম্যাচটি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত হয়।

রাজশাহী কিংস: মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান, জাকির হাসান, সৌম্য সরকার, আরাফাত সানি, কামরুল ইসলাম রাব্বি, শাহরিয়ার নাফিস, লোরি ইভান্স, ক্রিস্টিয়ান জঙ্কার, রায়ান টেন ডেসকাট, জনসন চার্লস (উইকেটরক্ষক)।

সিলেট সিক্সার্স: সোহেল তানভীর, মোহাম্মদ নওয়াজ, নিকোলাস পুরান, জেসন রয়, লিটন দাস (উইকেটরক্ষক), অলক কাপালি (অধিনায়ক), সাব্বির রহমান, তাসকিন আহমেদ, আফিফ হোসেন, ইবাদাত হোসেন, নাবিল সামাদ।

দৈনিক বগুড়া

সর্বশেষ:

শিরোনাম:

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন
ট্রেনের টিকিট কালোবাজারি চিরতরে বন্ধ হবে: রেলমন্ত্রী
ঈদের ছুটিতে বগুড়ায় যমুনার পাড়ে বিনোদনপ্রেমীদের ঢল
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
বান্দরবানে পর্যটক ভ্রমণে দেয়া নির্দেশনা চারটি স্থগিত
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
বো*মের মতো সিলিন্ডার বি*স্ফোরণ, করণীয় কী
আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন
স্মার্টফোন থেকে ছবি মুছে গেলে উদ্ধার করবেন যেভাবে
বৈসাবি উৎসবের আমেজে ভাসছে ৩ পার্বত্য জেলা
জুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেই