বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের সঙ্গে থেকে করোনার বিরুদ্ধে লড়বে যুক্তরাষ্ট্র

বাংলাদেশের সঙ্গে থেকে করোনার বিরুদ্ধে লড়বে যুক্তরাষ্ট্র

সংকট শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্র এ মহামারি করোনার (কোভিড-১৯) বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।

শুক্রবার এক টুইটে তিনি এ তথ্য জানিয়েছেন। এ ঘোষণা সংক্রান্ত হোয়াইট হাউজের একটি লিংক শেয়ার করে মিলার লেখেন, হোয়াইট হাউস ঘোষণা করেছে যে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে করোনাভাইরসের ভ্যাকসিন সরবরাহ করবে।

ওই টুইটে এ ভ্যাকসিন বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের মানুষের দেয়া উপহার বলেও মন্তব্য করেন মিলার।

এদিকে বৃহস্পতিবার এক ঘোষণায় হোয়াইট হাউজ জানায়, অন্তত আট কোটি ডোজ ভ্যাকসিন জুন মাসে তারা বিভিন্ন দেশকে সরবরাহ করবে। যার প্রথম ধাপে আড়াই কোটি ডোজ ভ্যাকসিন বণ্টনের পরিকল্পনা রয়েছে।

বাংলাদেশসহ এশিয়া, উত্তর ও ল্যাটিন আমেরিকা এবং আফ্রিকার দেশগুলো এ মাসেই যুক্তরাষ্ট্রের কাছ থেকে ভ্যাকসিন পাবে বলে ঘোষণা দিয়েছে হোয়াইট হাউস। 

দৈনিক বগুড়া