শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বার্সায় খেলতে চেয়ে ফোন করলেন কাভানি

বার্সায় খেলতে চেয়ে ফোন করলেন কাভানি

ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) হয়ে দারুণ সময় কাটিয়েছেন এডিনসন কাভানি। এই উরুগুয়ে স্ট্রাইকারের সঙ্গে গত জুনেই পিএসজির চুক্তি শেষ হয়েছে। চ্যাম্পিয়নস লিগের জন্য থিয়াগো সিলভাদের সঙ্গে পিএসজি সংক্ষিপ্ত চুক্তি করলেও সেখানে পাত্তা পাননি কাভানি। ফ্রি এজেন্টে থাকা এই স্ট্রাইকার এখনো নতুন দল পাননি। এমতাবস্থায় বার্সেলোনায় ফোন করে খেলতে চান বলে প্রস্তাব দিয়েছেন তিনি।

এর আগে বেশ কিছু ক্লাব কাভানিকে দলে নিতে চায় বলে গুঞ্জন চলছিল। শোনা গিয়েছিল, পর্তুগালের ক্লাব বেনফিকা সাবেক এই পিএসজি স্ট্রাইকারকে নিতে চায়। এছাড়া অ্যাথলেটিকো মাদ্রিদের সঙ্গেও কাভানির যোগাযোগের কথা শোনা গেছে। একবার গুঞ্জন বেরিয়েছিল, আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্সে যাবেন তিনি।

তবে শুরু হয়ে যাওয়া এবারের মৌসুমে কোথায় খেলবেন তা এখনো ঠিক করতে পারেননি কাভানি। এদিকে হন্য হয়ে স্ট্রাইকার খুঁজছে বার্সেলোনা। দলটির নতুন কোচ কোম্যান আগেই জানিয়ে দিয়েছেন, তিনি সুয়ারেজকে খেলাবেন না। 

আর্জেন্টাইন স্ট্রাইকার লওতারো মার্টিনিজকে ইন্টার থেকে আনতে চাইলেও ব্যর্থ হয়েছে বার্সা। গ্যাব্রিয়েল জেসুসের সঙ্গে আলোচনার কথা শোনা গেলেও সেটি আর এগোয়নি। এছাড়া লিঁও স্ট্রাইকার মেম্ফিস ডিপের ব্যাপারেও সমাধানে আসতে পারেনি কাতালান ক্লাবটি।

এসবের মাঝে কাভানির ফোনে অনেকেই ভাবছে তাকেই দলে টানতে পারেন কোম্যান। জানা গেছে, কাভানি এক মৌসুমের চুক্তিতেও বার্সায় খেলতে প্রস্তুত। বর্তমান বাজারে স্ট্রাইকারের যে আকাল এবং চড়া দাম তাতে করোনার কারণে আর্থিক সংকটে পড়া বার্সা শেষ পর্যন্ত কাভানিকে দলে ভেড়ালে অবাক হওয়ার কিছু থাকবে না। 

দৈনিক বগুড়া

সর্বশেষ:

শিরোনাম:

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন
ট্রেনের টিকিট কালোবাজারি চিরতরে বন্ধ হবে: রেলমন্ত্রী
ঈদের ছুটিতে বগুড়ায় যমুনার পাড়ে বিনোদনপ্রেমীদের ঢল
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
বান্দরবানে পর্যটক ভ্রমণে দেয়া নির্দেশনা চারটি স্থগিত
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
বো*মের মতো সিলিন্ডার বি*স্ফোরণ, করণীয় কী
আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন
স্মার্টফোন থেকে ছবি মুছে গেলে উদ্ধার করবেন যেভাবে
বৈসাবি উৎসবের আমেজে ভাসছে ৩ পার্বত্য জেলা
জুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেই