বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বার্সেলোনায় আসতে পারেন লওতারো মার্টিনেজ!

বার্সেলোনায় আসতে পারেন লওতারো মার্টিনেজ!

আগামী কিছুদিন বার্সেলোনা দলের বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আসতে চলেছে এটা নিশ্চিত। এরই মধ্যে স্পোর্টিং ডিরেক্টর ও কোচকে ছাঁটাই করা হয়েছে। বিক্রি করা হবে বেশ কয়েকজন ফুটবলারকে। তাদের জায়গায় নতুন কে আসবে সেসব নিয়ে চলছে জল্পনা-কল্পনা। এরই মধ্যে বার্সা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ জানিয়েছেন, আর্জেন্টাইন ফরোয়ার্ড লওতারো মার্টিনেজকে কিনতে চান তিনি। 

বার্সেলোনার ব্যর্থতার অন্যতম কারণ আক্রমণে ব্যর্থতা। দলে মেসির জায়গা নিশ্চিত। ফলে আক্রমণভাগে তার পাশে কে থাকবে সেসব নিয়েই ভাবছে বার্সা ম্যানেজমেন্ট। এর আগে নেইমারকে কয়েকবার কিনতে চেষ্টা করেও ব্যর্থ হয়েছে কাতালান ক্লাবটি। ফলে নেইমারকে না কিনে মার্টিনেজের দিকে ছুটছে বার্সা। 

এ বিষয়ে বার্সেলোনা টিভিকে বার্তোমেউ বলেন, ‘গত দলবদলের মৌসুমে আমরা তাকে (নেইমার) কেনার চেষ্টা করেছি। কিন্তু তার ক্লাব (পিএসজি) প্রত্যাখ্যান করে। নেইমার বিক্রির জন্য না, এটাই সত্য। এছাড়া তাকে বিক্রি করতে না চাওয়া কিন্তু পিএসজির জায়গা থেকেও যৌক্তিক।’

এরপর আর্জেন্টাইন স্ট্রাইকারকে নিয়ে বার্সা সভাপতি বলেন, ‘আমরা লওতারোকে নিয়ে ইন্টারের সঙ্গে কথা বলেছি। আগেও কথা চলছিল, কিন্তু করোনা মহামারির পর ফুটবল পুনরায় শুরু হওয়ার পর আমরা আলোচনা থামিয়ে দেই। এখন কী ঘটে দেখা যাক। কোচের ওপর কোনদিকে যাব সব নির্ভর করছে।’

দৈনিক বগুড়া