বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিশ্বব্যাপী টুইটারে বড় ধরনের আউটেজ

বিশ্বব্যাপী টুইটারে বড় ধরনের আউটেজ

বিশ্বব্যাপী টুইটারে বড় ধরনের আউটেজ ঘটেছে। তবে এবারেরটি কোনও হ্যাকিংয়ের কারণে ঘটেনি। প্রতিষ্ঠানটি জানায়, অনিচ্ছাকৃত কিছু পরিবর্তনের কারণে এই দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে।

ইউরোপ,অস্ট্রেলিয়া ও আমেরিকাসহ পৃথিবীর বিভিন্ন দেশের ব্যবহারকারীরাই প্রায় ঘণ্টার ওপরে সাইটটিতে ঢুকতে পারেননি। বিপরীতে তারা বিভিন্ন রকম ত্রুটির বার্তা পেয়েছেন। ডাউন ডিটেকটরের দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) আন্তর্জাতিক সময় ২১:৩০ থেকে এই সমস্যা শুরু হয়। তবে টুইটারের পক্ষ থেকে জানানো হয়, এটি নিরাপত্তা বা হ্যাকিংয়ের কারণে ঘটেনি।

এছাড়া নেটব্লক জানায়, সমস্যাটি দেশভিত্তিক ইন্টারনেটের কোনও সমস্যার কারণে ঘটেনি।

সূত্র: বিবিসি

দৈনিক বগুড়া