বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভ্যাকসিন কারখানা পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি

ভ্যাকসিন কারখানা পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি

তৃতীয় পর্যায়ের ভ্যাকসিন ট্রায়ালের আগে গ্লোব বায়োটেকের কারখান পরিদর্শনে গেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উচ্চ পদস্থ কর্মকর্তকারা। আজ দুপুরে তারা গ্লোব বায়োটেকের কোভিড ভ্যাকসিন কার্যক্রম পরিদর্শনের জন্য ঐ প্রতিষ্ঠানে যান।

এই দলের নেতুত্ব দিচ্ছেন সাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান।

নভেম্বরের ৩০ তারিখ মন্ত্রী পরিষদ বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশীয় প্রতিষ্ঠানের ভ্যাকসিন তৈরির পথ সুগম করতে ও উৎসাহ দিতে নির্দেশ দেন।

প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন ঔষধ প্রশাসনের মহাপরিচালক মেজর জেনারেল মো: মাহবুবুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) মহাপরিচালক (ডিজি) ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

বাংলা ইনসাইডারকে স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান জানান, ‘প্রধানমন্ত্রী দেশীয় প্রতিষ্ঠানকে উৎসাহ দেওয়ার যে দিকনির্দেশনা দিয়েছেন তারই অংশ হিসাবে প্রতিষ্ঠান গ্লোব বায়োটেকের প্ল্যান্ট পরিদর্শনে আসা হয়েছে।’

তিনি জানান, এই সফরে গ্লোব বায়োটেকের টিকা তৈরির সকল পর্যায় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন তারা।

উল্লেখ্য, এর আগে গ্লোব বায়োটেকের ভ্যাকসিন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভ্যাকসিন প্রি-ক্লিনিক্যাল ক্যান্ডিডেটের তালিকায় অন্তর্ভূক্ত হয়।

দৈনিক বগুড়া