বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মঙ্গলগ্রহের অর্থব্যবস্থা চলবে ক্রিপ্টোকারেন্সিতে

মঙ্গলগ্রহের অর্থব্যবস্থা চলবে ক্রিপ্টোকারেন্সিতে

মঙ্গলগ্রহে মানুষ পাঠানো নিয়ে মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসায় চলছে তোড়জোড়। এমনকি মানুষ বসবাসের পরিকল্পনা করা হচ্ছে। তবে প্রশ্ন, সেখানকার অর্থব্যবস্থা কেমন হবে? স্পেসএক্স-এর সিইও ইলন মাস্ক বলেন, মঙ্গলগ্রহের অর্থব্যবস্থা ক্রিপ্টোকারেন্সির ওপর নির্ভর করে চলবে।

গত ২৪ ডিসেম্বর এআই রিসার্চার লেক্স ফ্রাইডম্যানের ‘মার্সকয়েন’ লিখে টুইট করলে ইলন মাস্ক তাতে ‘ইয়েস’ লিখে কমেন্ট করেন। মার্সকয়েন প্রজেক্ট শুরু হয় ২০১৪ সালে। সেটার ৩ বছর পর ক্রিপ্টোকারেন্সিটি চালু হলেও তেমন জনপ্রিয়তা পায়নি।

অনেকে মনে করছেন, এসব কারণেই মঙ্গলে ভার্চুয়াল অর্থ লেনদেনের মাধ্যম হিসেবে ক্রিপ্টোকারেন্সি ডজকয়েন কয়েক ধাপ এগিয়ে আছে।

গত কয়েক বছর ধরেই মঙ্গলে বসতি স্থাপনের জন্য অত্যাধুনিক স্টারশিপ রকেট নির্মাণ করছে ইলন মাস্কের কোম্পানি স্পেসএক্স। গত সপ্তাহে তিনি টুইটারের বায়োতে ডজকয়েনের সাবেক সিইও লিখলে এর দাম বাড়ে এক তৃতীয়াংশের বেশি।

মাস্কের ভাষ্য, গ্লাস দিয়ে ঘেরা অবকাঠামোর মধ্যেই জীবন ধারণের কৌশল রপ্ত করবে মানুষ। আগামী ২০২৪ সালের মধ্যেই মঙ্গলগ্রহে প্রথম মানুষ পাঠাতে চান তিনি।

দৈনিক বগুড়া