শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মহামায়া লেক: পাহাড়, লেক ও ঝরনার দারুণ প্যাকেজ

মহামায়া লেক: পাহাড়, লেক ও ঝরনার দারুণ প্যাকেজ

ছোট-বড় পাহাড়ের মাঝখানে লেক। সেখানে একটি ঝরনাও রয়েছে। এ যেন লেক, পাহাড় ও ঝরনার দারুণ এক প্যাকেজ! বলছিলাম মহামায়া লেকের কথা! চট্টগ্রামের মিরসরাইয়ের এই লেক যেন এক মায়াজাল, একবার যিনি আসবেন বারবার আসতে চাইবেন সেখানে। নৈসর্গিক সৌন্দর্যের এক অপূর্ব লীলাভূমি পুরো এলাকাটি। চমৎকার এই লেকটি ১১ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে আছে। আমাদের ফেলে আসা তপ্ত দুপুরের শেষভাগে এই লেকটি হয়ে উঠেছিল চোখ এবং মনে প্রশান্তির বাহক।

ভ্যাপসা গরমেও এই লেকের পানি বেশ টলমলে ও শীতল। পুরো লেক জুড়েই ছড়িয়ে আছে অসংখ্য ছোট-বড় পাহাড়, পাহাড়ি গুহা এবং ঝরনা। এখানে কায়াকিং করার দারুণ ব্যবস্থা রয়েছে। প্যাডেল নৌকাতেও নিজেদের মতো করে ঘুরতে পারবেন। পাশাপাশি ছোট, বড় নানা আকৃতির নৌকাতেও ঘুরতে পারবেন লেকে।

জলের কাছাকাছি এসে এই লেকের সৌন্দর্য ভালোভাবেই টের পাওয়া যায়। এই লেকটির নাম ‘মহামায়া’ হওয়ার স্বার্থকতা এখানেই। আমরা প্রচণ্ড মায়ায় সত্যিই হারিয়ে যাচ্ছিলাম। পাহাড়ের পাশঘেঁষে বয়ে চলা নৌকায় বসে পুরো সৌন্দর্যে একেবারে ডুবে যাচ্ছিলাম। সকাল থেকে বহু পথ হেঁটে ট্রেকিং করে আসার ক্লান্তি নিমেষে মিইয়ে দেয়ার অদ্ভুত ক্ষমতা আছে এই প্রকৃতির, তা খুব করে টের পেলাম। সবুজে মোড়ানো পাহাড়, অদ্ভুতভাবে আকৃষ্ট করা পাহাড়ি গুহাগুলো, লেকের টলটলে জলে মেশা আকাশের নীল আর সাদায় অদ্ভুত এক ঘোর জাগানো সৌন্দর্যের মিশেল তৈরি হয়েছিল যেন!

স্বচ্ছ জল থৈ থৈ চারদিকে। ফাঁকে ফাঁকে সবুজ পাহাড়ের ভাঁজ। এরমধ্যে নৌকায় আধা ঘণ্টা চলার পর আমাদের নামিয়ে দেয়া হলো একটি পাহাড়ে। জানলাম এখান থেকে হেঁটে একটু সামনে গেলেই ছোট্ট একটি ঝরনা রয়েছে। আমাদের মতো আরো কিছু নৌকা এসে ভিড়লো এই একই স্থানে। একটু হেঁটে যেতেই ছোট্ট ঝিরিপথ, এরপর দূরের ছোট্ট ঝরনাটি। এখন ছোট মনে হলেও প্রচণ্ড বৃষ্টির সময় এর জলের ধারা খুব বেড়ে যায়, মাঝি বললো সে কথা।

এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা আরো অসংখ্য নৌকাকে তোয়াক্কা না করে আমাদের নৌকাটি ফেরার পথ ধরলো। নিজেরা প্রকৃতির মাঝে হারিয়ে গেলেও সময়ের তাড়াটা ঠিক টের পাচ্ছিল মাঝি ছেলেটি। সে বললো, আরেকবার আসলে কায়াকিং করতে। সেখানকার লোকরাই শিখিয়ে দেয় কিভাবে কায়াকিং করতে হয়। যার কারণে চালাতে তেমন বেগ পেতে হয় না। বিষয়টাতে দারুণ অ্যাডভেঞ্চার রয়েছে।

নৌকায় ঘোরা শেষে আমরা লেকের পাড়ে বসে বিকেলটিকে হারিয়ে যেতে দেখলাম। একে অন্যের ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করলাম। লেকের পাড়ের শীতল বাতাসে সন্ধ্যার গন্ধ ছড়াতেই সবাই উঠে পড়লাম। মিরসরাই থেকে সীতাকুণ্ডের হোটেলে ফেরার পথ ধরলাম। অনেকটুকু প্রাকৃতিক প্রশান্তি ভেতরে নিয়ে আমাদের ফেরার পালা দেয়াল ভর্তি শহরে। মহামায়া লেকে কায়াকিং করার ব্যবস্থা রয়েছে

যাওয়া ও খাওয়া

ঢাকা-চট্টগ্রামের যেকেনো বাসে করে সরাসরি নামতে হবে চট্টগ্রামের মিরসরাইতে। সেখান থেকে সিএনজি চালিতে অটো রিকশা কিংবা হিউম্যান হলারে করে আসতে পারবেন লেকে। অটোরিকশায় ভাড়া পড়বে একশ’ টাকা। এছাড়া লোকাল চলাচলরত হিউম্যান হলারে চড়ে যেতে পারেনে। ভাড়া পড়বে ১০ টাকা। লেকে ঘুরতে এসে দিন শেষে ফিরে গেলেই ভালো। কারণ মিরসরাইতে খাওয়ার ব্যবস্থা থাকলেও থাকার তেমন ভালো থাকার ব্যবস্থা নেই। থাকতে হবে চট্টগ্রাম অথবা পাশের জেলা শহর ফেনীতে। এ দুই শহরেই রয়েছে থাকার মত ভালো হোটেল।

দৈনিক বগুড়া

সর্বশেষ:

শিরোনাম:

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন
ট্রেনের টিকিট কালোবাজারি চিরতরে বন্ধ হবে: রেলমন্ত্রী
ঈদের ছুটিতে বগুড়ায় যমুনার পাড়ে বিনোদনপ্রেমীদের ঢল
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
বান্দরবানে পর্যটক ভ্রমণে দেয়া নির্দেশনা চারটি স্থগিত
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
বো*মের মতো সিলিন্ডার বি*স্ফোরণ, করণীয় কী
আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন
স্মার্টফোন থেকে ছবি মুছে গেলে উদ্ধার করবেন যেভাবে
বৈসাবি উৎসবের আমেজে ভাসছে ৩ পার্বত্য জেলা
জুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেই