বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মাঝিড়া ইউনিয়ন বিট পুলিশিং কার্যক্রম শুরু

মাঝিড়া ইউনিয়ন বিট পুলিশিং কার্যক্রম শুরু

বগুড়ার শাজাহানপুর থানায় শুরু হয়েছে বিট পুলিশিং কার্যক্রম। বুধবার আনুষ্ঠানিকভাবে উপজেলার সদর মাঝিড়া ইউনিয়নের বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।  মাঝিড়া ইউনিয়ন পরিষদে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম। প্রধান অতিথির বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) আমবার হোসেন।
 
 মাঝিড়া ইউনিয়ন বিট পুলিশিং অফিসার থানার উপ-পরিদর্শক (এসআই) ডেভিড হেমাদ্রী বর্মা’র পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শাজাহানপুর প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার হযরত আলী, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তারেক হোসেন সুমন, সংরক্ষিত আসনের মহিলা সদস্যা রাজিয়া সুলতানা, ইউপি সদস্য আবু জাফর প্রমুখ।
 
সভায় প্রধান অতিথি পুলিশ কর্মকর্তা আমবার হোসেন বলেন, বিট পুলিশিং এর মাধ্যমে মানুষের ঘরে সেবা পৌঁছে দেওয়া হবে। পুলিশ ও জনতার আন্তরিকতা বৃদ্ধি পাবে। এর ফলে সমাজ থেকে অপরাধ দমন করা সম্ভব হবে। বিট পুলিশিং অফিসার ডেভিড হেমাদ্রী বর্মা বলেন, মাঝিড়া ইউনিয়নকে অপরাধ মুক্ত রাখতে বিট পুলিশিং কার্যক্রম সহায়ক ভূমিকা পালন করবে। পুলিশ ও জনগণ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে ইউনিয়ন বাসীর শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে।   
 

দৈনিক বগুড়া

সর্বশেষ:

শিরোনাম:

এবার উত্তরবঙ্গের মহাসড়কে ঈদযাত্রা হবে স্বস্তির!
বগুড়ায় পানি নিষ্কাশনে ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন
বগুড়ায় দাম কমেছে পেঁয়াজ ও কাঁচা মরিচের
বগুড়ার বিখ্যাত সাদা সেমাই তৈরিতে ব্যস্ত কারিগর
স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের বৈঠক
চীনের সঙ্গে রাজনৈতিক-অফিসিয়াল যোগাযোগ বাড়াতে প্রস্তুত বাংলাদেশ
ভারতের কাছে পাঁচটি খাদ্যপণ্যের নিশ্চিত সরবরাহ চায় বাংলাদেশ
এপ্রিলে বাংলাদেশে আসছেন কাতারের আমির
ঈদে ট্রেন যাত্রার পঞ্চম দিনের টিকিট বিক্রি শুরু
গাবতলীতে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
সারিয়াকান্দিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা পালিত
শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি শুরু