শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাশরাফির `শাপে` ৬ মাস সেঞ্চুরি পাননি তামিম!

মাশরাফির `শাপে` ৬ মাস সেঞ্চুরি পাননি তামিম!

বাংলাদেশের ক্রিকেটে একটা কথা প্রচলিত আছে যে, সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার অনেক কথাই নাকি ফলে যায়! এজন্য আড়ালে অনেকে তাকে 'পীর বাবা' বলেও ডাকেন। মাশরাফির কথার ফল সবচেয়ে ভালো করে বুঝেছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। ম্যাশের এক কথায় টানা ৬ মাস সেঞ্চুরি করতে পারেননি তিন ফরম্যাটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক! গতকাল সোমবার মাশরাফি-তামিমের ইনস্টাগ্রাম লাইভে এমন সব তথ্যই উঠে এলো।

প্রায় ১৩ বছরের ক্যারিয়ারে এখনও পর্যন্ত ২৩তি সেঞ্চুরি হাঁকিয়েছেন তামিম। যার প্রথমটি এসেছিল ২০০৮ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে আর শেষটি গত মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে। সেঞ্চুরির জন্য অনেকবারই লম্বা সময়ের জন্য অপেক্ষা করতে হয়েছে তামিমকে। যেমন ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরির পর আবার তিন অঙ্ক ছুঁতে পেরেছিলেন ২০১৩ সালের শ্রীলঙ্কার বিপক্ষে। অর্থাৎ প্রায় তিন বছরের সেঞ্চুরিখরা ছিল দেশসেরা এ ব্যাটসম্যানের। কিন্তু মাশরাফির জন্য ৬ মাস সেঞ্চুরি বঞ্চিত থাকা তামিমের মনে দাগ কেটেছে।

গতকাল রাতে তামিম যেমন বলেন, 'আমরা ড্রেসিংরুমে খেলোয়াড়রা মাশরাফি ভাইকে বাবা হিসেবেও চিনি। বাবা মানে হইলো, আলহামদুলিল্লাহ্‌! উনি যা বলে, যেটা বলে, কেমনে না কেমনে যেন হুবহু মিলে যায়। বিশেষ করে আমার ক্ষেত্রে একদম একশতে একশ। আল্লাহই জানে, আমি আপনার সঙ্গে বেয়াদবি করছিলাম না কী করছিলাম। আমার এখনও মনে আছে, আপনে বাথরুমে গিয়ে মার্কার দিয়ে লিখে দিছিলেন, তুই পরবর্তী সেঞ্চুরি করবি ছয় মাস পর!'

মাশরাফি এসময় তাকে থামিয়ে মনে করিয়ে দেন, 'ঠিক ছয় মাস তিনদিন (আসলে ৫ দিন) পরই করছিলি!' উল্লেখ্য, তামিমের সেই ছয় মাসের সেঞ্চুরি খরার সময়কাল ছিল ১২ নভেম্বর ২০১৪ থেকে ১৭ এপ্রিল ২০১৫ পর্যন্ত। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে সেঞ্চুরির পর আবার পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে শতকের দেখা পান তামিম। মাঝে ২০১৫ সালের বিশ্বকাপে ৯৫ রানের ইনিংস খেললেও সেঞ্চুরি করতে পারেননি।

মাশরাফির কথার জবাবে তামিম বলেন, 'আল্লাহ সহায়! ৬য় মাস আমাদের খেলাও একটু কম ছিল। তবে আমি ওই ৬ মাস তিনদিন পরই সেঞ্চুরিটা করছি। কিন্তু কথা হইলো, ভাই আমার সাথেই কেন এরকম করতে হবে? কেন আমার সাথে করেন এটা?' তখন হাসতে হাসতে মাশরাফি উত্তর দেন, 'দেখ তামিম! জীবনে তোর সাথেই মনে হয় আমার সবচেয়ে বেশি মতপার্থক্য হয়েছে। পৃথিবীর আর কারও সাথে মনে হয় এতটা হয় নাই। প্রত্যেকটা বিষয়ে তোর সাথে আমার এটা হয়।'

তিনি আরও যোগ করেন, 'তবে তুই আমার ভালো বন্ধু। আমি যেটাই তোরে বলি, মন থেকে বলি। বাট আমি সবসময় দলের কথা ভেবেই বলেছি। আমি দলের জন্য হলেও চেয়েছি যে সবসময় তুই রান কর। কারণ তুই দলের সবচেয়ে প্রতিষ্ঠিত ব্যাটসম্যান। ওপেনারদের মধ্যে তুই সবচেয়ে সিনিয়র। আর বাকিগুলো তো ধর ফাজলামি করি, তোর সাথে সত্য হয়ে যায় (হাসি)।'

দৈনিক বগুড়া

সর্বশেষ:

শিরোনাম:

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন
ট্রেনের টিকিট কালোবাজারি চিরতরে বন্ধ হবে: রেলমন্ত্রী
ঈদের ছুটিতে বগুড়ায় যমুনার পাড়ে বিনোদনপ্রেমীদের ঢল
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
বান্দরবানে পর্যটক ভ্রমণে দেয়া নির্দেশনা চারটি স্থগিত
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
বো*মের মতো সিলিন্ডার বি*স্ফোরণ, করণীয় কী
আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন
স্মার্টফোন থেকে ছবি মুছে গেলে উদ্ধার করবেন যেভাবে
বৈসাবি উৎসবের আমেজে ভাসছে ৩ পার্বত্য জেলা
জুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেই