শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুজিববর্ষে কাহালুতে আরও ১০৭ পরিবার পাচ্ছে নতুন ঘর

মুজিববর্ষে কাহালুতে আরও ১০৭ পরিবার পাচ্ছে নতুন ঘর

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বগুড়ার কাহালু উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ২য় ধাপে মোট ১০৭ জন গৃহহীন পরিবারকে জায়গাসহ বাড়ি নির্মাণ করে দেওয়া হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জোব্বার জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রায়ণ প্রকল্পের মাধ্যমে উপজেলার নয়টি ইউনিয়নে প্রথম ধাপে সরকারি জায়গার উপর ৭৭ টি গৃহহীন পরিবারকে বাড়ি নির্মাণ করে দেওয়া হয়। গত বছরের ডিসেম্বর মাসে গৃহহীন ৭৭ টি পরিবারকে জায়গার দলিলসহ এই বাড়িগুলো হস্তান্তর করা হয়েছে। দ্বিতীয় ধাপে অত্র  উপজেলায় ৩০ টি গৃহহীন পরিবারের জন্য বাড়ি নির্মাণ করা হয়েছে।

রোববার সকাল সাড়ে ১০ টায় মুজিব শতবর্ষের উপহার হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী গণভবন থেকে ভ্যার্চুয়ালি যুক্ত হয়ে এই আশ্রায়ণ প্রকল্পের উদ্বোধন করবেন। ইতিমধ্যে উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাছুদুর রহমান দ্বিতীয় ধাপে নির্মিত বাড়িগুলো পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন।  

দৈনিক বগুড়া