শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মেসিকে ‘স্বাগত’ জানালেন নেইমারদের নতুন কোচ

মেসিকে ‘স্বাগত’ জানালেন নেইমারদের নতুন কোচ

গতবছর বড়দিনের আগে থমাস টুখেলকে বরখাস্ত করেছে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই। নতুন কোচ হিসেবে তারা নিয়োগ দিয়েছে আর্জেন্টাইন মাউরিসিও পচেত্তিনোকে। ২০২২ সাল পর্যন্ত নেইমার জুনিয়র, কাইলিয়ান এমবাপেদের কোচের দায়িত্ব পালন করবেন তিনি।

পচেত্তিনোকে কোচ হিসেবে দায়িত্ব দেয়ার পর থেকে জোরালো হয়েছে গুঞ্জন, নতুন মৌসুমে পিএসজিতে যেতে পারেন বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। বর্তমান ক্লাব বার্সেলোনার সঙ্গে চুক্তি নবায়ন না করায়, এ গুঞ্জন ঠিক ফেলেও দেয়া যায় না।

মৌসুম শেষে মেসি কোথায় যাবেন তা সময়ই বলে দেবে। পিএসজি ছাড়াও মেসিকে নেয়ার দৌড়ে এগিয়ে আছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিও। তবে শেষপর্যন্ত যাই হোক না কেন, মেসিসহ বিশ্বের যেকোন বড় তারকাকেই পিএসজিতে স্বাগত জানিয়ে রাখলেন নতুন কোচ পচেত্তিনো।

ক্লাবের হয়ে প্রথম সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘(পিএসজির হয়ে)এটা আমার প্রথম সংবাদ সম্মেলন। আশা করি সামনে এমন আরও অনেক হবে। গুঞ্জনগুলো একপাশে রাখি। বিশ্বের যেকোনো বড় খেলোয়াড়কে সবসময় পিএসজিতে স্বাগতম।’

এসময় প্রসঙ্গ আসে তার সাবেক ক্লাব টটেনহ্যামের ব্যাপারে। পচেত্তিনো বলেন, ‘আমার মতে প্রতিটি ক্লাব পুরোপুরি আলাদা একে অপরের চেয়ে। প্যারিস সেইন্ট জার্মেই বিশ্বের অন্যতম বড় ক্লাব, যদি না সবচেয়ে বড় হয়ে থাকে। অবশ্যই টটেনহ্যামও এখন অসাধারণ। সেখানে আমার অবিশ্বাস্য কিছু স্মৃতি রয়েছে।’

এ আর্জেন্টাইন কোচ আরও যোগ করেন, ‘দুই ক্লাবের মধ্যে তুলনা করা কঠিন। কারণ আমরা এখানে ফ্রান্সে আছি। তারা (টটেনহ্যাম) হলো ইংলিশ ক্লাব। টটেনহ্যামের ব্যাপারে আলাদা করে কিছু বলা কঠিন। ক্লাবটি আমার হৃদয়ে আছে সবসময় এবং আমি টটেনহ্যামকে ভালোবাসি।’

দৈনিক বগুড়া

সর্বশেষ:

শিরোনাম:

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন
ট্রেনের টিকিট কালোবাজারি চিরতরে বন্ধ হবে: রেলমন্ত্রী
ঈদের ছুটিতে বগুড়ায় যমুনার পাড়ে বিনোদনপ্রেমীদের ঢল
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
বান্দরবানে পর্যটক ভ্রমণে দেয়া নির্দেশনা চারটি স্থগিত
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
বো*মের মতো সিলিন্ডার বি*স্ফোরণ, করণীয় কী
আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন
স্মার্টফোন থেকে ছবি মুছে গেলে উদ্ধার করবেন যেভাবে
বৈসাবি উৎসবের আমেজে ভাসছে ৩ পার্বত্য জেলা
জুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেই