মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গাবতলীতে পুকুর পুনঃখনন কাজের উদ্বোধন

মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গাবতলীতে পুকুর পুনঃখনন কাজের উদ্বোধন

জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় ২০২০-২১ অর্থবছরে বগুড়া জেলার গাবতলী উপজেলার নাড়য়ামালা ইউনিয়নের বাহাদুরপুর কুকুরমারী আদর্শগ্রাম পুকুর পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

আদর্শগ্রামে ১৬ ফেব্রুয়ারী মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রওনক জাহানের সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন।

উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফ আহম্মেদ এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেকসেনা আকতার। এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আব্দুর রউফ, উপজেলা মৎস্য দপ্তরের মাঠ সহকারী আব্দুর রশিদ, যুবলীগ নেতা আবু জাহিদ পায়েল, জাফরু পাইকার, উপজেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান পান্না, সহ-সভাপতি সরকার ছঈম, সুফলভোগী সমিতির দলনেতা সেকেন্দার প্রমুখ। উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে ১৬লাখ ৯৪হাজার টাকা ব্যয়ে আগামী ৩১মার্চের মধ্যে পুকুর পুনঃখনন কাজটি সম্পন্ন করতে হবে। শেষে প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে পুকুর পুনঃখনন কাজের উদ্বোধন করেন।

দৈনিক বগুড়া