বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১

যাদের রক্তের বিনিময়ে জাতি পেয়েছে মায়ের ভাষা তাদের ভোলা যাবে না

যাদের রক্তের বিনিময়ে জাতি পেয়েছে মায়ের ভাষা তাদের ভোলা যাবে না

বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান বলেছেন, যাদের রক্তের বিনিময়ে এদেশের মানুষ মায়ের ভাষায় কথা বলার সুযোগ পেয়েছে জাতি তাদের কোনদিন ভুলতে পারে না।

তিনি রোববার বগুড়ার সোনাতলা উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। তিনি তার বক্তব্যে আরও বলেন, ১৯৫২ সালে ভাষা আন্দোলনে রাজপথের লড়াকু সৈনিকরা বুকের তাজা রক্ত দিয়ে মায়ের ভাষা রক্ষা করেছে। এরা জাতির জন্য গর্ব। এদেশের মানুষ কোনদিন তাদের ভুলে যোতে পারে না। ওদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি মায়ের ভাষায় কথা বলার সুযোগ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. মিনহাদুজ্জামান লীটন, সহকারী কমিশনার ভূমি কাবেরী জালাল, ওসি রেজাউল করিম রেজা, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌসি রুম্পা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিয়াউল করিম শ্যাম্পু, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম বুলু, সহ-সভাপতি শাহিদুল বারী খান রব্বানী, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক নবীন আনোয়ার কমরেড, পাকুল্লা ইউপি চেয়ারম্যান জুলফিকার রহমান শান্ত, মধুপুর ইউপি চেয়ারম্যান অসীম কুমার জৈন নতুন, মানিক সরকার, ফিদা হাসান খান টিটো, শাহনেওয়াজ তালুকদার বাবু, ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান রতন প্রমুখ।

এছাড়াও  শনিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করা হয়। এছাড়াও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে প্রতিযোগিদের মাঝে অনুষ্ঠানের প্রধান অতিথি পুরষ্কার বিতরণ করেন।

দৈনিক বগুড়া

সর্বশেষ:

শিরোনাম:

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন
ট্রেনের টিকিট কালোবাজারি চিরতরে বন্ধ হবে: রেলমন্ত্রী
ঈদের ছুটিতে বগুড়ায় যমুনার পাড়ে বিনোদনপ্রেমীদের ঢল
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
বান্দরবানে পর্যটক ভ্রমণে দেয়া নির্দেশনা চারটি স্থগিত
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
বো*মের মতো সিলিন্ডার বি*স্ফোরণ, করণীয় কী
আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন
স্মার্টফোন থেকে ছবি মুছে গেলে উদ্ধার করবেন যেভাবে
বৈসাবি উৎসবের আমেজে ভাসছে ৩ পার্বত্য জেলা
জুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেই