শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যে দেশের পাসপোর্ট সবচেয়ে দামি

যে দেশের পাসপোর্ট সবচেয়ে দামি

নিশ্চয়ই হেনলি পাসপোর্ট ইনডেক্সের (এইচপিআই) নাম শুনেছেন। এটি একটি গ্লোবাল প্রতিষ্ঠান, যারা ১৯৯০ সাল থেকে নাগরিকত্ব ও রেসিডেন্সের ধারণা নিয়ে কাজ শুরু করে। প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় হচ্ছে যুক্তরাজ্য। বিশ্বে প্রায় ৩০টিরও বেশি অফিস আছে এর।

প্রতিষ্ঠানটি এবং এর জয়েন্ট পার্টনার হিসেবে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ) ২০০৬ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত প্রতি বছর ১৯৯টি দেশের পাসপোর্টের র‌্যাঙ্কিং প্রকাশ করে। এই র‌্যাঙ্কিং মূলত ট্রাভেল ফ্রিডমের ওপর ভিত্তি করে প্রকাশ করে।

আসুন জেনে নেই ২০১৮-২০১৯ সালের বিশ্বের দামি পাসপোর্টের র‌্যাঙ্কিংসমূহ-

১. জাপান।

২. জার্মানি ও সিঙ্গাপুর।

৩. ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, ইতালি, সুইডেন, স্পেন ও দক্ষিণ কোরিয়া।

৪. অস্ট্রিয়া, লুক্সেমবার্গ, নেদারল্যান্ড, পর্তুগাল, নরওয়ে, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।

৫. বেলজিয়াম, আয়ারল্যান্ড, সুইজারল্যান্ড ও কানাডা।

৬. গ্রিস ও অস্ট্রেলিয়া।

৭. চেক রিপাবলিক, মাল্টা ও নিউজিল্যান্ড।

৮. আইসল্যান্ড।

৯. হাঙ্গেরি, স্লোভেনিয়া ও মালয়েশিয়া।

১০. ল্যাটভিয়া, লিথুনিয়া ও স্লোভিকিয়া।

১১. এস্তোনিয়া ও লিয়েসথেন্সটইন।

১২. পোল্যান্ড।

১৩. চিলি ও মোনাকো।

১৪. সাইপ্রাস।

১৫. আর্জেন্টিনা, ব্রাজিল ও মেসিডোনিয়া।

এরপর ২০১৯ সালে পাসপোর্টের নতুন র‌্যাঙ্কিং প্রকাশ করা হবে।

দৈনিক বগুড়া