শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যেভাবে পাপনের সঙ্গে মিরাজের সম্পর্ক ফের স্বাভাবিক হয়

যেভাবে পাপনের সঙ্গে মিরাজের সম্পর্ক ফের স্বাভাবিক হয়

গত বছরের অক্টোবরে ক্রিকেটারদের আকস্মিক আন্দোলনে বেশ বড় ধাক্কা খায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কয়েক দফা দাবিতে ক্রিকেট বয়কটের ঘোষণা দেন খেলোয়াড়রা। এসময় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বেশ কয়েকবার মিরাজকে ফোন দিলেও তিনি ধরেননি। যার কারণে সংবাদ সম্মেলনে বেশ ক্ষোভ প্রকাশ করেন পাপন। তবে বর্তমানে আবার স্বাভাবিক হয়েছে তাদের সম্পর্ক। 

ক্রিকেটারদের আন্দোলন চলার সময় কয়েকজন ক্রিকেটারকে ফোন করেন পাপন, যার ভেতর মেহেদী হাসান মিরাজও ছিলেন। অন্য ক্রিকেটারদের মত মিরাজও ফোনের ওপাশ থেকে সাড়া দেননি। ফলে সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করে পাপন বলেছিলেন, মিরাজের ফোন নম্বর তিনি মুছে ফেলবেন।

পরে অবশ্য বোর্ড প্রেসিডেন্টের রাগ ভাঙাতে সক্ষম হয়েছিলেন মিরাজ। এরপর পাপন আবার টুকে রাখেন তার ফোন নম্বর। এমনকি নিজেই মিরাজকে ফোন করেছেন একাধিকবার। 

সম্প্রতি এই বিষয়ে এক গণমাধ্যমের সঙ্গে লাইভে মিরাজ বলেন, ‘আসলে স্যার একটু কষ্ট পেয়েছিলেন। আমিও ভুল কাজ করেছি। আমাকে ফোন দিয়েছিলেন কিন্তু তার ফোন ধরিনি। এটা আসলে আমার অন্যায় হয়েছে।’ 

এরপর বোর্ড সভাপতির কাছে গিয়ে ভুল স্বীকার করেন মিরাজ। এতেই পাপনের মন গলে যায়। সম্পর্ক স্বাভাবিক করার ব্যাপারে মিরাজ বলেন, ‘আমি তার কাছে যেয়ে বলি, ভুল হয়ে গেছে। আমার উচিৎ ছিল ফোন ধরা। তিনি বলেন- না, ঠিক আছে মাফ করে দিয়েছি। এরপর তো আমাকে অনেক ফোন দিয়েছেন। ভারত যাওয়ার সময় আমাকে ফোন দিয়েছিলেন। বিপিএল খেলার সময়ও আমাকে ফোন দিয়ে কথা বলেছেন। আমাকে অনেক আদর করেন তো, এজন্য সাময়িক কষ্ট পেয়েছিলেন।’ 

 

দৈনিক বগুড়া

সর্বশেষ:

শিরোনাম:

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন
ট্রেনের টিকিট কালোবাজারি চিরতরে বন্ধ হবে: রেলমন্ত্রী
ঈদের ছুটিতে বগুড়ায় যমুনার পাড়ে বিনোদনপ্রেমীদের ঢল
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
বান্দরবানে পর্যটক ভ্রমণে দেয়া নির্দেশনা চারটি স্থগিত
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
বো*মের মতো সিলিন্ডার বি*স্ফোরণ, করণীয় কী
আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন
স্মার্টফোন থেকে ছবি মুছে গেলে উদ্ধার করবেন যেভাবে
বৈসাবি উৎসবের আমেজে ভাসছে ৩ পার্বত্য জেলা
জুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেই