বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১

লকডাউনে ঘরে বসে যা শিখছেন তাঁরা

লকডাউনে ঘরে বসে যা শিখছেন তাঁরা

করোনার আতঙ্কে ঘরবন্দী বিনোদন জগতের তারকারা। সময় কাটছে তাঁদের নানা কাজে। কোনো তারকা সময় কাটাতে ঘর গোছাচ্ছেন তো কেউ শখ করে রান্নাঘরে ঢুকছেন। কারও সময় কাটছে বই পড়ে, সিনেমা আর ওয়েব সিরিজ দেখে।

এর মধ্যে কিছু তারকা সময়টাকে কাজে লাগালেন কোমর বেঁধে। শুরু করলেন নতুন কিছু শিখতে পড়ালেখা। ছোট পর্দার জনপ্রিয় মুখ মেহ্‌জাবীন চৌধুরী প্রায় দুই মাস ধরে ঘরে। প্রতিদিনের নিয়মিত কাজ ছাড়াও ভিডিও সম্পাদনার কাজ শিখছেন তিনি। অনলাইনে ভিডিও সম্পাদনা নিয়ে পড়ালেখা করছেন এই অভিনেত্রী।

জানালেন, দেশে বা দেশের বাইরে ঘুরতে গেলে ব্লগিং করার শখ তাঁর। নিজের করা ভিডিও যাতে নিজেই সম্পাদনা করে ইউটিউবে প্রকাশ করতে পারেন, সে জন্য এই অবসর সময়কেই বেছে নিয়েছেন সম্পাদনা শিখতে।

 মেহ্‌জাবীন বলেন, ‘যদি সম্পাদনার কাজটি ভালোভাবে শিখতে পারি, তাহলে নিজের করা ভিডিওগুলো মনের মতো করে চ্যানেলে প্রকাশ করতে পারব। ঘরে বসে অনেক দিন হলো নিজে নিজেই শিখছি কাজটি। তা ছাড়া সম্পাদনা জানা থাকলে একজন অভিনয়শিল্পীর শুটিংয়ের সময়ে অভিনয় করতে সুবিধা হয়।’ ঘরে বসে এরই মধ্যে বিরিয়ানি রান্নাসহ কয়েকটি ভিডিও নিজেই সম্পাদনা করে নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

ছোটবেলায় কি-বোর্ড বাজানোর প্রতি বেশ আগ্রহ ছিল ছোট পর্দার আরেক অভিনেত্রী সাবিলা নূরের। কিন্তু সময়-সুযোগের অভাবে আর হয়ে ওঠেনি। করোনাকালে টানা ঘরে অবস্থান করার কারণে এবার সুযোগটা কাজে লাগাচ্ছেন তিনি।

প্রতিদিনের অন্যান্য কাজের বাইরে একটু একটু করে কি-বোর্ড শিখছেন সাবিলা। তিনি বলেন, ‘ছোটবেলা থেকেই খুব ইচ্ছা ছিল। সময়-সুযোগের অভাবে শেখা হয়নি। এখন হাতে সময় পেয়েছি। পরিস্থিতি ভালো না হলে ঘরে আরও বেশি সময় থাকা লাগতে পারে। তাই বাদ্যযন্ত্রটি বাজানো শিখছি। যেকোনো বাদ্যযন্ত্র বাজানো জানা থাকলে একঘেয়েমির জীবনে কিছুটা হলেও মানসিক তৃপ্তি আসে।’

ঘরে প্রতিদিনের কাজকর্মের বাইরে গিটার শিখছেন আরেক অভিনেত্রী তানজিন তিশা। ছোটবেলা থেকেই গিটার ভালোবাসেন তিনি। ইচ্ছা ছিল ভালো গিটার বাজাবেন। কিন্তু আর হয়নি। বড় হয়ে অভিনয়ে ব্যস্ত হয়ে পড়ার কারণে গিটার বাজানোর স্বপ্ন মরেই গিয়েছিল।

হঠাৎ করেই সেই স্বপ্ন ধরা দিয়েছে। করোনার এই ঘরবন্দী সময়ে গিটার হাতে তুলে নিয়েছেন এই অভিনেত্রী। তানজিন তিশা বলেন, ‘ছোটবেলার স্বপ্ন এখন পূরণ করার চেষ্টা করছি। যেহেতু ঘরেই আছি, সময়টা কাজে লাগাচ্ছি। গিটার বাজানো শেখা শুরু করেছি। দুই বন্ধুর সহযোগিতায় গিটার জোগাড় করেছি। বাসায় বসে ইউটিউব দেখে বাজানো শিখছি। তবে কাজটি অতটা সহজ নয়।’

দৈনিক বগুড়া

সর্বশেষ:

শিরোনাম:

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন
ট্রেনের টিকিট কালোবাজারি চিরতরে বন্ধ হবে: রেলমন্ত্রী
ঈদের ছুটিতে বগুড়ায় যমুনার পাড়ে বিনোদনপ্রেমীদের ঢল
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
বান্দরবানে পর্যটক ভ্রমণে দেয়া নির্দেশনা চারটি স্থগিত
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
বো*মের মতো সিলিন্ডার বি*স্ফোরণ, করণীয় কী
আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন
স্মার্টফোন থেকে ছবি মুছে গেলে উদ্ধার করবেন যেভাবে
বৈসাবি উৎসবের আমেজে ভাসছে ৩ পার্বত্য জেলা
জুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেই