শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

লন্ডনে তারেক-আইএসআই বৈঠক,ভোটের দিন বাংলাদেশকে রণক্ষেত্র পরিকল্পনা

লন্ডনে তারেক-আইএসআই বৈঠক,ভোটের দিন বাংলাদেশকে রণক্ষেত্র পরিকল্পনা

২৭ নভেম্বর লন্ডনে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সঙ্গে গোপন বৈঠকে বসেছিলেন বিএনপি নেতা তারেক রহমান। নির্বাচনের ফলাফল বিএনপির বিপক্ষে গেলে সমগ্র বাংলাদেশে একযোগে বোমা হামলার পরিকল্পনা করা হয় উক্ত বৈঠকে। লন্ডনের একটি বিশেষ সূত্র-বরাত তথ্যের সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া গিয়েছে।

লন্ডন সূত্র জানায়, জিয়াউর রহমানের কথিত বোন সায়রা বেগমের লন্ডনের বাস ভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে লন্ডনস্থ পাকিস্তান হাই কমিশনের একজন মিলিটারি কর্মকর্তা ও পাকিস্তানী গোয়েন্দা সংস্থার একজন ব্রিগেডিয়ার জেনারেল উপস্থিত ছিলেন।

বৈঠকে তারেক রহমানের সঙ্গে আরও উপস্থিত ছিলেন জামায়াত নেতা ব্যারিস্টার আবদুর রাজ্জাক, মৃত্যুদণ্ডপ্রাপ্ত বুদ্ধিজীবী হত্যার দুই মহানায়ক চৌধুরী মঈনুদ্দিন ও আশরাফুল আলম। বৈঠকে বাংলাদেশের নির্বাচনে নাশকতা চালানোর জন্য পাকিস্তানের পক্ষ থেকে ৫ মিলিয়ন ডলারের একটি ফান্ড তারেক রহমানের কাছে হস্তান্তর করা হয় ।

জানা যায়, নির্বাচনের দিন ফলাফল বিএনপির পক্ষে না গেলে সংঘাত সৃষ্টির জন্য একটি পরিকল্পনা ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে। পরিকল্পনার বিষয় হচ্ছে নির্বাচনের দিন পুলিশ, র‌্যাব ও অন্যান্য বাহিনীর উপর হামলা করে গোলমালের সূত্র ধরে বিভিন্ন প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেওয়া হবে। এছাড়া পল্টনের হামলার জের হিসেবে আরও কিছু সংঘাত সৃষ্টি, জেএমবিসহ জঙ্গিদের অর্থায়ন নিয়েও বৈঠকে আলোচনা হয়।

উল্লেখ্য, খালেদা জিয়া লন্ডনে থাকাকালীন এ বাসায় দুই দফা এমন বৈঠক হয়েছিলো। সেই বৈঠকগুলোতেও পাকিস্তানী সামরিক বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। জানা যায়, সেই বাসাটাই এখন বাংলাদেশের জন্য কাশিম বাজারের কুঠি। তারেক রহমান নাকি এখন করাচীর মাধ্যমে ঢাকাকে গোপনে মনিটরিং করছেন।

তবে এ প্রসঙ্গে রাজধানীর একাধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, নির্বাচনকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের কোন প্রান্তে জঙ্গি হামলা বা সংঘাত সৃষ্টি করার সুযোগ দেয়া হবে না। যেকোন ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

দৈনিক বগুড়া

সর্বশেষ:

শিরোনাম:

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন
ট্রেনের টিকিট কালোবাজারি চিরতরে বন্ধ হবে: রেলমন্ত্রী
ঈদের ছুটিতে বগুড়ায় যমুনার পাড়ে বিনোদনপ্রেমীদের ঢল
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
বান্দরবানে পর্যটক ভ্রমণে দেয়া নির্দেশনা চারটি স্থগিত
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
বো*মের মতো সিলিন্ডার বি*স্ফোরণ, করণীয় কী
আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন
স্মার্টফোন থেকে ছবি মুছে গেলে উদ্ধার করবেন যেভাবে
বৈসাবি উৎসবের আমেজে ভাসছে ৩ পার্বত্য জেলা
জুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেই