মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শক্ত হয়ে দাঁড়ানোর সাহস পাচ্ছি: পরিমনি

শক্ত হয়ে দাঁড়ানোর সাহস পাচ্ছি: পরিমনি

চিত্রনায়িকা পরিমনির করা ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলায় প্রধান আসামি আবাসন ব্যবসায়ী নাসির উদ্দিন (ইউ) মাহমুদসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এতে এক অনির্ধারিত সংবাদ সম্মেলন ডেকেছেন এ নায়িকা।

সোমবার রাতে রাজধানীর বনানীর বাসায় ডাকা অনির্ধারিত সংবাদ সম্মেলনে তিনি মনের অবস্থার কথা সাংবাদিকদের বলেন।

পরীমনি বলেন, ক্যামেরার সামনে এভাবে দাঁড়াতে হবে আমি কোনোদিন ভাবিনি। সবসময় কাজের জন্যই দাঁড়িয়েছি। কিন্তু এখন পরিস্থিতি একেবারে ভিন্ন। তবে এখন আমি আরো শক্ত হয়ে দাঁড়ানোর সাহস পাচ্ছি। সবকিছু এতো দ্রুত হয়ে গেল, সেটা দেখে শান্তি পাচ্ছি। আপনাদের কাছে আমি কৃতজ্ঞ।

এর আগে রোববার পরীমনি ভয়াবহ নির্যাতনের শিকার হওয়ার কথা ফেসবুকে জানান। এর পরিপ্রেক্ষিতে রোববার রাতে সংবাদ সম্মেলন করে তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বর্ণনা দেন। এছাড়া সোমবার সাভার থানায় তিনি একটি মামলা করেন। 

এদিকে গ্রেফতারের আগে মামলার প্রধান আসামি নাসির উদ্দিন মাহমুদ বলেন, পরিমনির বর্ণনাকৃত ঘটনা সবই মিথ্যা। মদের বোতল নিতে বাধা দেয়ায় আমার ওপর হামলা করেছিলেন পরী। তার কথার কোনো ভিত্তি নেই। কিছু বলতে হবে তাই তিনি এসব বলছেন।

দৈনিক বগুড়া