বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শততম ম্যাচে জিরুর রেকর্ড

শততম ম্যাচে জিরুর রেকর্ড

ফ্রান্সের হয়ে ১০০তম ম্যাচ, এর চেয়ে ভালো উপলক্ষ্য আর কী হতে পারতো অলিভার জিরুর! মাইলফলকের ম্যাচে আরেক অনন্য মাইলফলক স্পর্শ করলেন চেলসি সুপারস্টার।

বুধবার রাতে প্রীতি ম্যাচে ইউক্রেনকে ৭-১ গোলে বিধ্বস্ত করেছে ফ্রান্স। বিশ্বচ্যাম্পিয়নদের হয়ে ম্যাচে জোড়া গোল করেন অলিভার জিরু। আর এরই সঙ্গে কিংবদন্তি মিশেল প্লাতিনিকে পেছনে ফেলেছেন ৩৪ বছর বয়সী এই স্ট্রাইকার।

ফ্রান্সের সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার আসন দখল করে নিয়েছেন জিরু। জাতীয় দলের জার্সি গায়ে তার গোল সংখা এখন ৪২। ১৯৭৬ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত ফ্রান্সের হয়ে ৭২ ম্যাচ খেলে ৪১ গোল করেছিলেন প্লাতিনি।

ম্যাচ শেষে আবেগাক্রান্ত জিরো বলেন, ‌‘আমি গর্ববোধ করছি। এটা আমার জন্য বিরাট সম্মানের। নিজের শততম ম্যাচে জোড়া গোল করতে পেরে আমি খুশি।’

তবে কি থিয়েরে অঁরির ৫১ গোলের রেকর্ডও ছুঁতে যাচ্ছেন? এমন প্রশ্নের জবাবে জিরু বলেন, ‘আসলে কোথায় গিয়ে থামব বলা মুশকিল। তবে আমি আমার টার্গেট নির্ধারণ করেছি। যখন আমি ৪৬, ৪৭তম গোল করব তারপর অঁরির রেকর্ড নিয়ে ভেবে দেখব।’

দৈনিক বগুড়া