বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শাজাহানপুরে কলেজ চত্বরে শহীদ মিনারের শুভ উদ্বোধন

শাজাহানপুরে কলেজ চত্বরে শহীদ মিনারের শুভ উদ্বোধন

বগুড়ার শাজাহানপুরের গোহাইল উচ্চ বিদ্যালয় ও কলেজ চত্বরে শনিবার নির্মাণাধীন শহীদ মিনার এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোহা. মোকবুল হোসেন বলেন, উন্নয়ন কাজ বাঁধাগ্রস্ত হওয়ার মূল কারণ দুর্নীতি।

তাই শিক্ষা খাতকে দুর্নীতি মুক্ত করে আজকের শিক্ষার্থীদেরকে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলাসহ দেশের ভবিষ্যত নেতৃত্ব বিকশিত করতে শিক্ষাবান্ধব শেখ হাসিনা সরকার ডিজিটাল শিক্ষা ব্যবস্থায় সিস্টেম চালুর উদ্যোগ নিয়েছে। তিনি আরও বলেন, জাতির জনকের যোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বৈশ্বিক মহামারী করনো নিয়ন্ত্রণে রয়েছে। দেশে দ্রুত তম সময়ে ভ্যাক্সিন এসেছে।

প্রকৃতিতে বসন্ত এসেছে। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণার মধ্য দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে বসন্ত আসবে। আবারও শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হবে প্রতিটি বিদ্যাপীঠ। আমরা এমন শুভক্ষণের প্রতীক্ষায় রয়েছি।

প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি মো: আলী ইমাম ইনোকী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ও খরনা ইউপি চেয়ারম্যান ভিপি সাজেদুর রহমান সাহিন।প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক বাদশা আলমের সঞ্চলনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল খালেক, কলেজের অধ্যক্ষ মোতাহার হোসেন মুকুল, শিক্ষক প্রতিনিধি ছামছুল আলম, জাপা নেতা মুক্তার হোসেন, ইউপি সদস্য তাজনুর রহমান শাহিন, সহকারি প্রধান শিক্ষক আবু সাঈদ প্রমুখ।

দৈনিক বগুড়া