বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শাজাহানপুরে ২০ লাখ টাকা ব্যয়ে খাল খনন কর্মসূচির উদ্বোধন

শাজাহানপুরে ২০ লাখ টাকা ব্যয়ে খাল খনন কর্মসূচির উদ্বোধন

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর তত্ত্বাবধানে প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নে ডাংগুড়ি খালের ২৪শ’ মিটার অংশ খনন কাজের উদ্বোধন করা হয়েছে।

বুধবার দুপুরে প্রধান অতিথি হিসেবে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু। খরনা ইউপি চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সাজেদুর রহমান সাহিনের সভাপতিত্বে এবং উপ-সহকারি প্রকৌশলী মাসউদুল কবির রানা’র সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএডিসি বগুড়া জোন (সওকা)’র নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) প্রিয় নাথ রায়, সহকারি প্রকৌশলী স্বপ্নীল রায়, আড়িয়া ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান ও উপজেলা যুবলীগ নেতা বাকি বিল্লাহ্, তাঁতীলীগের সাধারণ সম্পাদক আল আমিন।

দৈনিক বগুড়া