শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শিক্ষার উন্নয়নে সরকারের পাশাপাশি নেতৃবৃন্দের ভূমিকা অপরিসীম-ডিসি

শিক্ষার উন্নয়নে সরকারের পাশাপাশি নেতৃবৃন্দের ভূমিকা অপরিসীম-ডিসি

বগুড়ার জেলা প্রশাসক জিয়াউল হক বলেন, শিক্ষা উন্নয়নে সরকারের পাশাপাশি স্থানীয় নেতৃবৃন্দের ভূমিকা অপরিসীম। শিক্ষার্থীদের কল্যাণে ব্যক্তি পর্যায়ের সহযোগিতা শিক্ষার মানকে ত্বরান্বিত করে। 

তিনি রবিবার সকালে বগুড়ার বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন একাডেমিক ভবনের নির্মাণ কাজের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ, বগুড়ার নতুন একাডেমিক ভবনের নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিয়াম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্রের পরিচালক আব্দুর রফিক। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ (অ.দা.) মুহা: মুস্তাফিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির সভাপতি মাসুদার রহমান মিলন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ রোকেয়া পারভীন, শিক্ষক শাহানুর ইয়াজদানী, রহিমা খাতুন প্রমুখ।

উল্লেখ্য যে, বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ¦ মমতাজ উদ্দিনের সুযোগ্য পুত্র জনাব মাসুদার রহমান মিলন নিজ অর্থায়নে এই ভবন নির্মাণের উদ্যোগ গ্রহন করেছেন। 

দৈনিক বগুড়া