বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শিবগঞ্জ গাংনাই নদীর উপর ৪৫ মিটার সেতুর সার্ভে কাজের উদ্বোধন

শিবগঞ্জ গাংনাই নদীর উপর ৪৫ মিটার সেতুর সার্ভে কাজের উদ্বোধন

বগুড়ার শিবগঞ্জ পৌর বাসীর দীর্ঘ দিনের কাঙ্খিত দাবী স্বপ্নের গাংনাই নদীর উপর একটি সেতু নির্মাণের দাবী করে আসছে এলাকাবাসী। দীর্ঘদিন হলো পৌরসভা প্রতিষ্ঠিত হওয়ার পর নির্বাচিত মেয়ররা এলাকাবাসীর কাঙ্খিত স্বপ্নের গাংনাই নদীর উপর একটি সেতু নির্মাণ করতে পারেননি।

কিন্তু শিবগঞ্জে জনবান্ধব মেয়র শেখ হাসিনার আস্থা ভাজন তৌহিদুর রহমান মানিক নৌকা মার্কা নিয়ে এই প্রথম নির্বাচিত প্রতিনিধি হওয়ার পর শিবগঞ্জ পৌরবাসীর প্রাণের দাবী করতোয়া নদীর উপর অর্জুনপুর ঘাটের একটি সেতু নির্মাণের আশ্বাস প্রদান করেছিলেন। সেই দাবী পূরণের পর ভিত্তি প্রস্থর অনুষ্ঠানে মাননীয় পরিকল্পনা মন্ত্রী এম.এ মান্নান এর কাছে আর একটি সেতু আবদার করেছিলেন বগুড়ার শিবগঞ্জ পৌর এলাকার ৯নং ওয়ার্ডের গাংনাই নদীর উপর ভুরঘাটা চাউলিয়াপাড়া সেতু নির্মাণের। আজ সেই স্বপ্নের বাস্তবায়ন হতে চলছে। ইতি মধ্যে সেতু নির্মানের সম্পূর্ণ প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রথম পর্যায়ে সার্ভেয়ার কাজ শুরু হয়েছে। রবিবার ২৫ শে অক্টোবর/২০ সকাল ১০ টায় এ সার্ভে কাজের উদ্বোধন করা হয়। ৪৫ মিটার এ সেতুর নির্মাণ কাজের ব্যয় ধরা হয়েছে প্রায় ৩ কোটি ৭ লক্ষ টাকা। সেতুর নির্মাণ কাজটি করছেন ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স সাবরিনা ইন্টারন্যাশনাল। এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তা, উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, বাংলাদেশ কৃষক লীগ শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি লুৎফর রহমান, কাউন্সিলর আবু সাঈদ, উপজেলা সেচ্ছাসেবক লীগ সিনিয়র সহ-সভাপতি সোহেল আক্তার মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক রনি, শিবগঞ্জ পৌরসভার সার্ভেয়ার সৌরভ, ডাইরেক্টর অপারেশন বিডি হোমস্ ইঞ্জিনিয়ার আব্দুল জলিল, কনসালটেন্ট ইঞ্জিনিয়ার সাইন্স লিমিটেড আজিজুর রহমান সৈকত, সাব এ্যাসেসটেন্ট ইঞ্জিনিয়ার আবু তাহের, আব্দুল সাহেদ সরন এবং একাবাসীদের মধ্যে আফতাব হোসেন, ইসমাইল মাষ্টার, আব্দুল রইচ উদ্দিন মাষ্টার প্রমুখ। এসময় এলাকায় উৎসব মুখর পরিবেশ বিরাজ করছিল লোকজনের মধ্যে আনন্দের ঘনঘটা দেখে এলাকাবাসী তবারক বিতরণ করেন।

দৈনিক বগুড়া

সর্বশেষ:

শিরোনাম:

এবার উত্তরবঙ্গের মহাসড়কে ঈদযাত্রা হবে স্বস্তির!
বগুড়ায় পানি নিষ্কাশনে ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন
বগুড়ায় দাম কমেছে পেঁয়াজ ও কাঁচা মরিচের
বগুড়ার বিখ্যাত সাদা সেমাই তৈরিতে ব্যস্ত কারিগর
স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের বৈঠক
চীনের সঙ্গে রাজনৈতিক-অফিসিয়াল যোগাযোগ বাড়াতে প্রস্তুত বাংলাদেশ
ভারতের কাছে পাঁচটি খাদ্যপণ্যের নিশ্চিত সরবরাহ চায় বাংলাদেশ
এপ্রিলে বাংলাদেশে আসছেন কাতারের আমির
ঈদে ট্রেন যাত্রার পঞ্চম দিনের টিকিট বিক্রি শুরু
গাবতলীতে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
সারিয়াকান্দিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা পালিত
শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি শুরু