বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শিবগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ জনকে ৭দিনের জেল

শিবগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ জনকে ৭দিনের জেল

শিবগঞ্জে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে সবুজ আকন্দ(২৫) নামে এক যুবককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট উম্মে কুলসুম সম্পা এ কারাদণ্ড প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালত জানান,  উপজেলার  শিবগঞ্জ ইউনিয়নের উত্তর শ্যামপুর গ্রামের হাফিজার রহমান এর ছেলে সবুজ আকন্দ (২৫)  উত্তর শ্যামপুর গ্রামে পাশ দিয়ে বয়ে যাওয়া করতোয়া নদীতে অনেকদিন ধরে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট উম্মে কুলসুম সম্পা শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় তিনি সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সবুজকে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা বলেন, সবুজ দোষ স্বীকার করায় তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

দৈনিক বগুড়া