বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শিবগঞ্জে কৃষকদের মধ্যে কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ

শিবগঞ্জে কৃষকদের মধ্যে কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ

বগুড়ার শিবগঞ্জে শুরু হয়েছে বোরো ধান কাটামারি। কিন্তু চলমান করোনা পরিস্থতিতে দেখা দিয়েছে শ্রমিক সংকট। ফলে ক্ষেতের ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক। এ অবস্থায় কৃষকের ধান কেটে ঘরে তোলার জন্য উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের উদ্যোগে ভর্তুকি মূল্যে কৃষকদের মধ্যে কম্বাইন্ড হারভেস্টার মেশিন (আধুনিক ধান কাটার যন্ত্র) বিতরণ করা হয়েছে।

৬ মে বৃহস্পতিবার দুপুরে উপজেলার কৃষি অফিস চত্বরে এক কৃষকের হাতে কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ করা হয়। ভর্তুকি মূল্যে মেশিন পাওয়া ওই কৃষক হলেন, উপজেলার পিরব ইউনিয়নের জানগ্রামের কৃষক ফরিদ উদ্দিন মন্ডল।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মৌলি মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মুজাহিদ সরকার, পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাফিউল ইসলাম, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা কৃষকলীগের সভাপতি লুৎফর রহমান, মেটাল কম্পানির ইবিডি অফিসার মাসুদ রানা, এসটিও মেহেদী হাসান প্রমূখ।

মেটাল কম্পানির হারভেস্টার মেশিনটির দাম ২৩ লক্ষ টাকা। সরকার ৪০শতাংশ ভর্তুকি দিয়ে এটি বিতরণ করেন। সরকারের পরিচালন বাজেটে কৃষি যন্ত্রপাতি সহায়তা কর্মসূচির আওতায় মেশিনটি ভর্তুকিতে কৃষকদের মধ্যে এটি নিয়ে মোট চারটি মেশিন বিতরণ করা হয়েছে।

এ মেশিন দিয়ে ধান কাটা, ঝাড়া, মাড়াই ও ধান বস্তায় ভরাও যাবে। সরকারের এই উদ্দ্যোগকে স্বাগত জানিয়েছেন কৃষকরা।

দৈনিক বগুড়া