বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শিবগঞ্জে চা বিক্রেতার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন ওসি জামান

শিবগঞ্জে চা বিক্রেতার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন ওসি জামান

বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার গাংনাগর হাটে ঝুপড়ি ছাপড়া ঘরে চা বিক্রি করতেন এমদাদুল হন এন্দা। চালের টিন নষ্ট হয়ে ছোট্ট চায়ের ব্যবসা বন্ধ হবার উপক্রম হয়েছিল।

এমন সময় জাগো বগুড়া ও গাংনাগর দাখিল মাদ্রাসার সভাপতি আতিক রহমান উদ্যোগে ওই চা বিক্রেতাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন শিবগঞ্জ থানার ওসি এস এম বদিউজ্জামান, বগুড়া বারের আইনজীবী এড. কামাল উদ্দিন ও মোকাতলা ফারির আই সি শাহিন। এছাড়াও চা বিক্রেতা এন্দাকে সহযোগিতা করতে এগিয়ে আসেন মোকামতলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান আপেল।

মঙ্গলবার নতুন চা স্টলের উদ্বোধন করেন শিবগঞ্জ থানার ওসি এস এম বদিউজ্জামান। উদ্ভোধনের পর হাসিমুখে এন্দা সবাই কে তৈরি করে খাওয়ান তার হাতের চা। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের আই সি শাহিনুজ্জামান, মোকামতলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান আপেল, গাংনগর হাট ইজারাদার রাকিবুল হাসান, জাগো বগুড়া সাধারণ সম্পাদক ওয়াফিক শিপলু, অর্থ সম্পাদক হাসিবুল হাসান আরিফ, সাংবাদিক কনক দেব। এছাড়াও ছিলেন জাগো বগুড়ার সদস্য বায়েজিদ, উৎস ও নাইম, শিক্ষক শাহজাহান আলী, সিরাজুল ইসলাম।

দৈনিক বগুড়া