বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শিবগঞ্জে মন্ত্রীর প্রতিশ্রুত সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর আজ

শিবগঞ্জে মন্ত্রীর প্রতিশ্রুত সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর আজ

বগুড়ার শিবগঞ্জে পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নানের প্রতিশ্রুতি বাস্তবায়ন হতে যাচ্ছে। মন্ত্রীর প্রতিশ্রুত পৌর এলাকার ভুরঘাটা-চাউলাপাড়া এলাকায় গাংনই নদীর ওপর ৪৫ মিটার আরসিসি গার্ডার সেতু নির্মাণ হতে যাচ্ছে। সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৬ লাখ টাকা।

বৃহস্পতিবার বিকালে জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ আবুল আল মাহমুদ স্বপন এমপি সেতুটির ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন। এনিয়ে এলাকায় সাজ সাজ রব পড়েছে। সেতু নির্মাণের সংবাদে এলাকায় খুশির বন্যা বইছে।

পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান চলতি ২ জানুয়ারি বগুড়ার শিবগঞ্জ সরকারি সফরে আসেন। এসময় তিনি উপজেলার সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠের এক জনসভার বক্তৃতা করার কথা। তখন তিনি মঞ্চে বসে স্থানীয় একটি পত্রিকা পড়ছিলেন।

সেই পত্রিকায় পৌর এলাকার ভুরঘাটা-চাউলাপাড়া মহল্লায় গাংনই নদীর ওপর বাঁশের সাঁকোর একটি ছবি ছাপা হয়। মন্ত্রী সেই ছবি দেখে কষ্ট পান। পরে তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘শেখ হাসিনা সরকারের আমলে দেশের কোথাও বাঁশের সাঁকো থাকবে না। সেই সময় তিনি সেখানে একটি আরসিসি গার্ডার সেতু নির্মাণের প্রতিশ্রুতি দেন।

শিবগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী রাশেদ হাসিম বলেন,পরবর্তীসময়ে মন্ত্রী মহোদয় সেখানে ৪৫ মিটার আরসিসি গার্ডার সেতুর নির্মাণে ৩ কোটি ৬ লাখ বরাদ্দ দিয়েছেন। সেতুটির নির্মাণ কাজের দায়িত্ব পেয়েছেন ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স সাবরিনা ইন্টারন্যাশনাল।

শিবগঞ্জ পৌরসভার মেয়র তৌহিদুর রহমান মানিক বলেন, মাননীয় পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান পত্রিকায় ছবি দেখে আমার এলাকাবাসীর দুঃখ লাঘব করেছেন। আমরা তার প্রতি কৃতজ্ঞ।

দৈনিক বগুড়া

সর্বশেষ:

শিরোনাম:

এবার উত্তরবঙ্গের মহাসড়কে ঈদযাত্রা হবে স্বস্তির!
বগুড়ায় পানি নিষ্কাশনে ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন
বগুড়ায় দাম কমেছে পেঁয়াজ ও কাঁচা মরিচের
বগুড়ার বিখ্যাত সাদা সেমাই তৈরিতে ব্যস্ত কারিগর
স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের বৈঠক
চীনের সঙ্গে রাজনৈতিক-অফিসিয়াল যোগাযোগ বাড়াতে প্রস্তুত বাংলাদেশ
ভারতের কাছে পাঁচটি খাদ্যপণ্যের নিশ্চিত সরবরাহ চায় বাংলাদেশ
এপ্রিলে বাংলাদেশে আসছেন কাতারের আমির
ঈদে ট্রেন যাত্রার পঞ্চম দিনের টিকিট বিক্রি শুরু
গাবতলীতে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
সারিয়াকান্দিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা পালিত
শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি শুরু