বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শিবগঞ্জে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল কলেজের পরিচালনা কমিটি গঠন

শিবগঞ্জে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল কলেজের পরিচালনা কমিটি গঠন

বগুড়ার শিবগঞ্জে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজ এর পরিচালনা কমিটির গঠন করা হয়েছে। জানা যায়, উপজেলা মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজ গত ০১ ডিসেম্বর ২০১৯ সালে বৈশিষ্ট্য ও বিধি-২০০৯ ইং ধারা-৯ মোতাবেক পরিচালনা কমিটি একটি আবেদন করা হয়।
 
আবেদনের প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় একাডেমিক গত ০৩ ডিসেম্বর ২০১৯ ইং তারিখের এমটিএসসি/বগ/১১৭/১৮-১১১(২১) স্মারক মোতাবেক অত্র কলেজের পরিচালনা পরিষদ ও উপদেষ্টা কমিটি স্বীকৃতি প্রদান করেন। অত্র পরিচালনা পরিষদ কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিহার ইউপি চেয়ারম্যান মোঃ মহিদুল ইসলাম ও সদস্য সচিব হলেন তার সহধর্মীনি অধ্যক্ষ মোছাঃ চামেলী খাতুন। প্রধান উপদেষ্টা শিবগঞ্জ পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী, মুক্তিযোদ্ধা মোজফ্ফর হোসেন, আবু বক্কর, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার মহন্ত, নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আফছার আলী, আলতাফ হোসেন মন্ডল, নুরুল ইসলাম, মমতাজরুর রহমান, ফজলুল হক ধলু, হাবিবুর রহমান খান সহ ২২ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠণ করা হয়েছে। এ ব্যাপারে নির্বাহী পরিচালক মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, বগুড়া’র বীর মুক্তিযোদ্ধা প্রফেসর মোঃ আব্দুল মান্নান সরকার এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, অত্র কলেজের আগে কোন কমিটি ছিল না। এটি নতুন কমিটি গঠন করা হয়েছে।

দৈনিক বগুড়া