শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শীতে চুলের যত্নে গ্লিসারিন

শীতে চুলের যত্নে গ্লিসারিন

চুলের নিয়মিত যত্ন না নিলে তো পড়বেই চুল! সঙ্গে রুক্ষ-শুষ্ক হয়ে যাওয়া ও চুল ফাটার মতো সমস্যা দেখা দেয়। তাই সফ্ট ও সিল্কি চুলের জন্য নারীরা কত কিছুই না করেন, তবুও কোনো পরিবর্তন লক্ষ্য করা যায় না। 

আপনিও যদি চুল রুক্ষ-শুষ্ক হয়ে যাওয়ার সমস্যায় পড়ে থাকেন তবে গ্লিসারিন ব্যবহার করতে পারেন। শীতে ত্বকের যত্নে গ্লিসারিন যেমন কার্যকর, তেমনি রুক্ষ ও শুষ্ক হয়ে যাওয়া চুল ঝলমলে করতেও এর জুড়ি নেই। চুল ফেটে যাওয়ার সমস্যাও দূর হবে চুলে গ্লিসারিন ব্যবহারে। তাহলে আসুন জেনে নিই চুলে এটি প্রয়োগ করার সঠিক উপায় সম্পর্কে-

> চুল ঝলমলে করতে গ্লিসারিন লাগান চুলে। কিছুক্ষণ পর ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

> গ্লিসারিনের সাহায্যে খুশকি এবং চুল ফাটা থেকেও মুক্তি পাওয়া যায়। খুশকির জন্য গ্লিসারিনে কয়েক ফোঁটা গোলাপজল মিশিয়ে চুলের গোড়ায় লাগান।

> কন্ডিশনারের মতো করে গ্লিসারিন ব্যবহার করতে পারেন। গ্লিসারিন মাথার ত্বক হাইড্রেট করার পাশাপাশি চুলের গোড়াও শক্তিশালী করে। চুল ধুয়ে নেয়ার পর কয়েক ফোঁটা গ্লিসারিন লেবুর রসের সঙ্গে মিশিয়ে চুলে লাগান। ১০ মিনিট পরে পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন।

দৈনিক বগুড়া