বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শূন্য অবস্থান থেকে একটি জাতিকে গড়ে তোলার সক্ষমতা বঙ্গবন্ধুর ছিল

শূন্য অবস্থান থেকে একটি জাতিকে গড়ে তোলার সক্ষমতা বঙ্গবন্ধুর ছিল

বাংলাদেশে অবস্থিত পাকিস্তানের এজেন্টরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে ইতিহাসে একটি  কলঙ্কজনক অধ্যায়ের সৃষ্টি করেছে। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত বঙ্গবন্ধু লেকচার সিরিজের প্রথম লেকচারে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত একথা বলেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুর খুনিরা বাংলাদেশের পরিপন্থী পাকিস্তানের এজেন্ট ছিল। হত্যাকাণ্ডের পর তারা পাকিস্তান ও লিবিয়ার সমর্থন পায়।

আবুল মাল আব্দুল মুহিত বলেন, বঙ্গবন্ধু কখনোই বিশ্বাস করতেন না যে বাংলাদেশের কেউ তাকে হত্যা করতে পারে। ১৫ আগস্ট রাতে বাইরে আওয়াজ শুনে তিনি রুমের বাইরে বের হলে নুর চৌধুরী তাকে গুলি করে এবং তিনি লুটিয়ে পড়েন।

১৯৫৩ সালে বঙ্গবন্ধুর সঙ্গে প্রথম দেখা হওয়ার কথা বর্ণনা করতে গিয়ে বলেন, তিনি গোটা বিশ্বের জন্যই এক বিশাল ব্যক্তিত্ব ছিলেন। একদম শূন্য অবস্থান থেকে একটি জাতিকে গড়ে তোলার সক্ষমতা বঙ্গবন্ধুর ছিল।

বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সোনার বাংলা তৈরি করা এবং এই প্রক্রিয়ায় তিনি সম্পৃক্ত ছিলেন জানিয়ে আবুল মাল আব্দুল মুহিত বলেন, বঙ্গবন্ধুর যোগ্য কন্যা শেখ হাসিনা আমাকে ১০ বছর অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করার সুযোগ দিয়েছেন এবং সোনার বাংলা গড়তে আমি আমার সাধ্যমতো সহায়তা করেছি।

দৈনিক বগুড়া

সর্বশেষ: