শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শেরপুর কৃষকের মাঝে শাক-সবজির বীজ বিতরণ উদ্বোধন করেন মজনু

শেরপুর কৃষকের মাঝে শাক-সবজির  বীজ বিতরণ উদ্বোধন করেন মজনু

বগুড়ার শেরপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২০-২১ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী শাক-সবজির বীজ বিতরণ করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুম উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখ এর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখ এর সভাপতিত্বে অনুষ্ঠিত বীজ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিখি ছিলেন বগুড়া জেলা আ’লীগের সভাপতি ও শেরপুর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মজিবর রহমান মজনু।

কৃষি কর্মকর্তা শারমিন আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত বীজ বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ¦ শাহ জামাল সিরাজী, উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ¦ মুনসী সাইফুল বারী ডাবলু, পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মকবুল হোসেন,উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক সুলতান মাহমুদ,উপজেলা কৃষক লীগের সভাপতি এসএম আবুল কালাম আজাদ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্র সারন কর্মকর্তা মো: ছামিদুল ইসলাম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মাসুদ আলম, উপসহকারী উদ্ভিদ কৃষি কর্মকর্তা রুবেল আমিন। অনুষ্টানে প্রধান অতিথি বীজ বিতরন উদ্বোধন করেন। উপজেলা কৃষি আফিসসুত্রে জানা যায়, ৫ ইউনিয়নে ৫জন করে কৃষকের মাঝে ১৩ রকমের বীজ বিতরণ করা হয়।

দৈনিক বগুড়া