শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শেরপুরে চোরাই মোটর সাইকেল উদ্ধার আটক ১

শেরপুরে চোরাই মোটর সাইকেল উদ্ধার আটক ১

বগুড়ার শেরপুরে বিশেষ অভিযানে একটি চোরাই মোটর সাইকেল উদ্ধার সহ শিলু ওরফে বিপ্লব (২৬) কে শেরপুর থানা পুলিশ ১৮ এপ্রিল রোববার বিকালে কেল্লাপোষী মেলা এলাকা থেকে আটক করেছে ।

জানা যায়, শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের বনমরিচা গ্রামের ফজলু আকন্দ'র ছেলে শিলু ওরফে বিপ্লব বেল্লাপোষী মেলা এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল।

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর থানার কর্মকর্তা ইনচার্জ শহিদুল ইসলামের নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদের পরিচালনায় শেরপুর থানার চৌকস কর্মকর্তা সাচ্চু বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় গিয়ে বিপ্লবকে আটক করে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার কাছ থেকে চোরাই পালসার ১৫০ সিসি, লাল কালো কালার, রেজিষ্ট্রেশন বিহীন মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মোটর সাইকেলটির ইঞ্জিন নং--উঐতডডঊঋ২৪২৩৪, চেসিস নং-গউ২অখঈত৯ঊডঋ৯৩৯০৯।.এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, মামলা দিয়ে আসামীকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

দৈনিক বগুড়া