বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শেরপুরে মোবাইল কোর্টে ৬ জনকে জরিমানা

শেরপুরে মোবাইল কোর্টে  ৬ জনকে জরিমানা

বগুড়ার শেরপুরে স্বাস্থ্যবিধি মানাতে মোবাইল কোর্টের অভিযানে ৬ জনকে জরিমানা করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) উপজেলার মির্জাপুর বাজারে জনসাধারণকে মাস্ক পরাতে উদ্বুদ্ধ করতে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট মোঃ লিয়াকত আলী সেখ।
 
এ সময় মাস্ক না পরা দায়ে ৪ জনকে এবং দোকানে প্রকাশ্যে তামাকজাত দ্রব্য সিগারেটের বিজ্ঞাপণ প্রদর্শন করায় ২ জনসহ মোট ছয় জনকে ১ হাজার ৬ শত টাকা জরিমানা করা হয়। এবং স্বাস্থ্যবিধি মানাতে অনুরোধ করা হয়।
 
মোবাইল কোট পরিচালনার সময় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট মোঃ লিয়াকত আলী সেখ সকলের উদ্দেশ্যে বলেন, এ উপজেলায় করোনা ভাইরাসের সংক্রমণ দিন দিন বেড়েই চলছে। আর তাই, সচেতন না হলে যে কেউ আক্রান্ত হতে পারেন। সচেতনতার ক্ষেত্রে সকলকে জনসমাগম এড়িয়ে চলতে হবে। আর ঘরের বাইরে বের হতে হলে অবশ্যই মুখে মাস্ক পরতে হবে। মাস্ক না পরা আইনত দণ্ডনীয় অপরাধ।

দৈনিক বগুড়া