শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সভা থেকে ফেরার পথে আ.লীগের দুই নেতার ওপর হামলা...

সভা থেকে ফেরার পথে আ.লীগের দুই নেতার ওপর হামলা...

খাগড়াছড়ির পানছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. বাহার মিয়া ও যুগ্ম-সম্পাদক বিজয় কুমার দেবের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তাদের বহনকারী প্রাইভেটকারে ভাঙচুর চালানো হয়।

এ ঘটনার জন্য পার্বত্য শান্তিচুক্তি বিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টকে (ইউপিডিএফ) দায়ী করেছেন পানছড়ি উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে লোগাংয়ে নির্বাচনী পথসভা শেষে পানছড়িতে ফেরার পথে পানছড়ি-লোগাং সড়কের বড়কোলক এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে নির্বাচনী পথসভায় উপজেলার লোগাংয়ে যান পানছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. বাহার মিয়া ও যুগ্ম-সম্পাদক বিজয় কুমার দেব।

সেখানে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে আলোচনা শেষে দুপুর সাড়ে ১২টার দিকে ফেরার পথে বড়কোলক এলাকায় তাদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা।

এ সময় তাদেরকে গাড়ি থেকে টেনেহিঁচড়ে নামিয়ে লাঠিসোঁটা ও লোহার রড দিয়ে মারধর করা হয়। তাদের সঙ্গে থাকা মোবাইল ও নগদ টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা। সেইসঙ্গে তাদের বহনকারী প্রাইভেটকার ভাঙচুর করা হয়। পরে গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা।

এ ঘটনার প্রতিবাদে পানছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন পানছড়ি উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। ঘটনার জন্য ইউপিডিএফকে দায়ী করেন পানছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. নজির হোসেন।

তিনি বলেন, নির্বাচনে নিজেদের আধিপত্য বিস্তার করতে এ ঘটনা ঘটায় ইউপিডিএফ। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

সমাবেশে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক মো. নাছির উদ্দিন ও পানছড়ি ছাত্রলীগের সভাপতি শ্রীকান্ত দেব মানিক প্রমুখ।

পানছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আলম বলেন, দুই নেতার ওপর হামলার বিষয়টি শুনেছি। তবে কেউ এখনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে দোষীদের খোঁজে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেয়া হবে।

দৈনিক বগুড়া

সর্বশেষ:

শিরোনাম:

এবার উত্তরবঙ্গের মহাসড়কে ঈদযাত্রা হবে স্বস্তির!
বগুড়ায় পানি নিষ্কাশনে ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন
বগুড়ায় দাম কমেছে পেঁয়াজ ও কাঁচা মরিচের
বগুড়ার বিখ্যাত সাদা সেমাই তৈরিতে ব্যস্ত কারিগর
স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের বৈঠক
চীনের সঙ্গে রাজনৈতিক-অফিসিয়াল যোগাযোগ বাড়াতে প্রস্তুত বাংলাদেশ
ভারতের কাছে পাঁচটি খাদ্যপণ্যের নিশ্চিত সরবরাহ চায় বাংলাদেশ
এপ্রিলে বাংলাদেশে আসছেন কাতারের আমির
ঈদে ট্রেন যাত্রার পঞ্চম দিনের টিকিট বিক্রি শুরু
গাবতলীতে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
সারিয়াকান্দিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা পালিত
শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি শুরু