বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সান্তাহার পৌরসভার বাজেট ঘোষণা

সান্তাহার পৌরসভার বাজেট ঘোষণা

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার আগামী ২০২১-২২ অর্থবছরের বার্ষিক বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় পৌরসভার হলরুমে করোনার কারনে এবার স্বল্প পরিসরে এই বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে রাজস্ব ঘাটতি দেখানো হয়েছে ১ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকা।
সান্তাহার পৌরসভার মেয়র আলহাজ¦ তোফাজ্জল হোসেন ভুট্টু এই বাজেট ঘোষনা করেন। প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে ব্যয়ের লক্ষ্যমাত্রা ১৩কোটি ৫০লাখ ২০হাজার টাকা এবং উন্নয়ন খাতে বরাদ্দ প্রাপ্তির ১৪ কোটি ৭৫ লাখ টাকার বাজেট ঘোষনা করা হয়েছে। বাজেট অধিবেশনে পৌর শহরের যানজট, রাস্তাঘাট মেরামত, ড্রেনেজ ব্যবস্থা, পয়:নিষ্কাশনকে গুরুত্ব দেওয়া হয়েছে। মেয়র বলেন, তাঁর তৃতীয় মেয়াদ কালসহ এই নিয়ে ১১তম বাজেট ঘোষণা। এ সময় সান্তাহার পৌরবাসীর সহযোগিতা চান তিনি।
বাজেট অধিবেশন সান্তাহার পৌরসভার প্যানেল মেয়র জার্জিস আলম রতনের সঞ্চালনায় এতে প্রতিক্রিয়া ব্যক্ত করেন- পৌরসভার প্রকৌশলী রেজাউল ইসলাম, অবসরপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমান, সান্তাহার শহর প্রেসক্লাবের সভাপতি জিললুর রহমান, সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু, তোফায়েল হোসেন লিটন, পৌরসভার কাউন্সিলর আব্দুল কুদ্দুস, হুমায়ন কবির বাদশা, আলাউদ্দিন, কামরুল, হাবিবুল আলম, নজরুল, ওয়াহেদ, মনতাজ, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মাহাবুবা জামান রত্না, জাহানারা বেগম। অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর কর্মচারি রফিকুল ইসলাম, বিকাশ, তুহিন ও সাংবাদিক তরিকুল ইসলাম জেন্টু, আমিনুল ইসলাম, এএফএম মমতাজুর রহমান, শফির উদ্দীন, আহসান হাবীব প্রমূখ।

 

দৈনিক বগুড়া