বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সান্তাহারে বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও

সান্তাহারে বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও

বগুড়ার আদমদীঘির সান্তাহারে প্রশাসনের হস্তক্ষেপের বাল্যবিয়ে থেকে রক্ষা পেল নুরজাহান। সোমবার বিকেলে উপজেলার সান্তাহার পোষ্ট অফিসপাড়ায় এই বাল্যবিয়ে বন্ধ করেন উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট সীমা শারমিন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, সান্তাহার পৌর সভার পোষ্ট অফিস পাড়ার জাহাঙ্গীর হোসেনের নাবালিকা মেয়ে নুরজাহানের (১৬) বাল্যবিয়ের প্রস্তুতি চলছিল। গোপন সংবাদ ভিত্তিতে আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সীমা শারমীন সোমবার বিকেলে ওই বিয়ের বাড়িতে অভিযান চালান। ইউএনও‘র উপস্থিতি টের পেয়ে বর পক্ষের লোকজন কনে বাড়িতে না এসে সটকে পড়েন । পরে পুলিশের সহযোগীতায় বিয়ের সকল কার্যক্রম বন্ধ করে দেন ইউএনও।

নির্বাহি ম্যাজিষ্ট্রেট সীমা শারমীন জানান, ওই বাল্য বিবাহ বন্ধ করা হয়েছে। মেয়ে প্রাপ্ত বয়স না হওয়া পযর্ন্ত বিয়ে দিতে পারবে না মর্মে কণের পরিবারের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।

দৈনিক বগুড়া