বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সারা দেশের আদালত খোলার সিদ্ধান্ত স্থগিত

সারা দেশের আদালত খোলার সিদ্ধান্ত স্থগিত

সারা দেশে জেলা ও দায়রা জজ আদালত এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিজে অথবা তার নিয়ন্ত্রণাধীন এক বা একাধিক ম্যাজিস্ট্রেট আদালত  খোলার সিদ্ধান্ত অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

এ বিষয়ে শনিবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবরের স্বাক্ষরে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এদিকে আগামীকাল প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের নিয়ে ফুলকোর্ট সভা ডাকা হয়েছে। এই সভায় পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা  গেছে।

আজ জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির আবেদনসহ বিভিন্ন বিষয় বিবেচনায় সপ্তাহে দুইদিন আদালত খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু ঢাকা ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতিসহ সাধারণ আইনজীবীদের অনুরোধ, করোনা ভাইরাসের সংক্রমণসহ সার্বিক বিষয় বিবেচনা করে আদালত পরিচালনার সিদ্ধান্ত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো।

দৈনিক বগুড়া

সর্বশেষ: