বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সারিয়াকান্দিতে বাঙ্গালী নদী থেকে অবৈধ জাল জব্দ

সারিয়াকান্দিতে বাঙ্গালী নদী থেকে অবৈধ জাল জব্দ

সারিয়াকান্দিতে বাঙ্গালী নদী থেকে অভিযান চালিয়ে অবৈধভাবে বাধা সৃষ্টি করার মাছ আহরণের জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা মৎস্য অফিসারের উদ্যোগে গতকাল এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী মাজিস্ট্রেট দেওয়ান আকরামুল হক। পরে জব্দকৃত জালগুলো স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ফেলা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম মোর্শেদ জনান, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী মাজিস্ট্রেট দেওয়ান আকরামুল হকের নেতৃত্বে বাঙ্গালী নদীতে অভিযান চালানো হয়।

এসময় উপজেলার নারচী ইউনিয়নের গোদাগাড়ী অবস্থিত বাঙ্গালী নদীতে অবৈধভাবে বাধা সৃষ্টি করা মাছ আহরণের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও অবৈধ জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

দৈনিক বগুড়া