বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সারিয়াকান্দিতে মাস্ক না পড়ায় ১৯ জনকে জরিমানা

সারিয়াকান্দিতে মাস্ক না পড়ায় ১৯ জনকে জরিমানা

বগুড়ার সারিয়াকান্দিতে মাস্ক না পড়ার কারণে ১৯ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আর্থিক জরিমানা করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে পৌর এলাকার বিভিন্ন মোড়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ জরিমানা করেন সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাসেল মিয়া। এসময় নিম্ন আয়ের মানুষের মাঝে মাস্ক বিতরণ ও স্বাস্থ্যবিধি মানার জন্য সতর্ক করেন তিনি।

সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাসেল মিয়া জানান, সরকারি স্বাস্থ্যবিধির মধ্যে বাহিরে অবশ্যই মাস্ক ব্যবহার করার জন্য নির্দেশনা রয়েছে। কিন্তু সাধারণ মাস্ক ছাড়াই বেশির ভাগ বাহিরে ঘোরা ফেরা করছে। এতে করে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

এই অবস্থায় সকলের মাস্ক ব্যবহার নিশ্চিত করার জন্য সারিয়াকান্দি পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৯ জনকে মাস্ক না পড়ার অপরাধে ৪ হাজার ৮ শত ২০ টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরও বলেন, জনস্বার্থে এ অভিযান পরিচালনা অব্যাহত থাকবে। এসময় সবাইকে করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার আহŸান জানান তিনি।

দৈনিক বগুড়া