শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সোনাতলাকে স্বপ্নের মডেল উপজেলা রুপান্তর করতে চাই-সাহাদারা মান্নান

সোনাতলাকে স্বপ্নের মডেল উপজেলা রুপান্তর করতে চাই-সাহাদারা মান্নান

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিনকে সামনে রেখে বগুড়ার সোনাতলা উপজেলায় বঙ্গবন্ধু চত্বর নির্মাণ কাজের ভিত্তিস্থাপন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলমারি বিতরণের লক্ষে বৃহস্পতিবার দুপুরে উন্নয়ন ও বিতরণ সভা অনুষ্ঠিত হয়।

সোনাতলা উপজেলা পরিষদের আয়োজনে সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে প্রধান অতিথি হিসেবে বঙ্গবন্ধু চত্বর নির্মাণ কাজের ভিত্তি স্থাপন করেন বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান শিল্পী। তিনি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সোনাতলাকে স্বপ্নের মডেল উপজেলা রুপান্তর করতে চাই।

উন্নয়ন ও বিতরণ সভা অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. মিনহাদুজ্জামান লীটনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিয়াউল করিম শ্যাপা, সহসভাপতি শাহিদুল বারী খান রব্বানী।

তেকানী চুকাইনগর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ শামছুল হক মন্ডল, সাংগঠনিক সম্পাদক নবীন আনোয়ার কমরেড, উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন, মহিলাভাইস চেয়ারম্যানজান্নাতুল ফেরদৌসীরূ¤পা, পাকুল্লাইউপি চেয়ারম্যান ও জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণসম্পাদক জুলফিকার রহমান শান্ত, মধুপুর ইউপি চেয়ারম্যান অসীম কুমার জৈন।

আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী রাশেদ ইমরান, পৌর প্যানেল মেয়র তাহেরুল ইসলাম, পৌর কমিশনার নিপুণ আনোয়ার কাজল, রবিউল ইসলাম খান, পৌর আওয়ামী লীগ সভাপতি মশিউর রহমান রানা, যুবলীগ নেতা ফিদা হাসান খানটিটো, ফরহাদ হোসেন জুয়েল,

ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান রতন সহ অনেকে। অনুষ্ঠান টিসঞ্চালনা করেন সেচ্ছা সেবকলীগের যুগ্ম-আহ্বায়ক শামী মরাব্বী। এরপর প্রধান অতিথি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলমারি বিতরণ করেন।

দৈনিক বগুড়া